বিনোদন বিভাগে ফিরে যান

এক চ্যানেলে জোড়া শো! ‘দাদাগিরি’ করতে কোথায় চললেন বাঙালির দাদা?

April 20, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে সত্যি হল জল্পনা! জি বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাঙালির দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দাদাগিরি দেখাতে ছাড়ছেন না তিনি। একই সঙ্গে জোড়া শো সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সংবাদ মাধ্যমকে প্রাক্তন ভারত অধিনায়ক জানান, জি বাংলায় আর দেখা যাবে না তাঁকে। এবার তিনি স্টার জলসার। সেখানেই ‘দাদাগিরি’ ও ‘বিগ বস’ দুটো রিয়্যালিটি শো-এর সঞ্চালনা করবেন মহারাজ।

প্রসঙ্গত, জি বাংলাতেই প্রথম সঞ্চালকের ভূমিকায় হাতেখড়ি হয়েছিল সৌরভের। ১০ বছর ধরে দাদাগিরির মতো ক্যুইজ গেম শো সঞ্চালনা করেন তিনি। এবার অন্য একটি চ্যানেলে দেখা যাবে সেই শো। তবে এবারেও কি ক্যুইজ আকারেই হবে দাদাগিরি? জানা যাচ্ছে, দাদাগিরির ধরন বদলাতে চলেছে। স্টার জলসার চ্যানেল কর্তৃপক্ষ অন্য রকমভাবে করতে চান শো-টি। সেই সঙ্গে আসছে বিগ বস।

সৌরভ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ১৭ দিন করে এক একটি শো হবে। মোট ৩৪ দিন তিনি দুটো শো শুট করবেন। এক চ্যানেলে একসঙ্গে দু’টি রিয়্যালিটি শো সঞ্চালনা করে কার্যত বাংলা টেলিভিশনে নজির গড়তে চলেছেন দাদা। শোনা যাচ্ছে, স্টার জলসা থেকে দু’টি শো-এর জন্য বিপুল পরিমাণ পারিশ্রমিক পেতে চলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sourav Ganguly, #Dadagiri, #Bigg Boss, #Sourav Ganguly host Bigg Boss, #Sourav Ganguly host Dadagiri

আরো দেখুন