রাজ্য বিভাগে ফিরে যান

একের পর এক যৌন হেনস্তার অভিযোগে অস্বস্তিতে আলিমুদ্দিন স্ট্রিট, এবার এবার অভিযোগ বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে

April 21, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একের পর এক যৌন হেনস্তার অভিযোগে অস্বস্তিতে আলিমুদ্দিন স্ট্রিট। এবার অভিযোগের আঙুল উঠল বর্ষীয়ান নেতা ও আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর দিকে।

গত ফেব্রুয়ারি মাসে হুগলির ডানকুনিতে সিপিএমের রাজ্য সম্মেলনের সময়েই কানাঘুষো শুরু হয়েছিল। তার পর দু’মাস যেতে না যেতেই তা সমাজমাধ্যমে দাবানলের আকার নিয়েছে। বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে সরব হয়েছেন মুর্শিদাবাদের এক সিপিএম নেত্রী। গত শনিবার থেকেই বংশর ঘটনাটি নতুন মাত্রা পাচ্ছিল। রবিবার ছিল বামেদের ব্রিগেড সমাবেশ। তা শেষ হওয়ার পর থেকেই নানাবিধ স্ক্রিনশট, অডিয়ো ক্লিপ সমাজমাধ্যমে ছড়াতে শুরু করেছে।

অভিযোগ, নিজের দলের এক মহিলা কর্মীকে পাঠিয়েছেন এমন সব মেসেজ, যা পাঠালে অটোমেটিক মোবাইল ‘রিপোর্ট অ্যাবিউজ’ বাটনে হাত চলে যায়। ওই সিপিএম নেত্রী জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলরও বটে। জানা যাচ্ছে, ভুক্তভোগী ওই মহিলা ২০২৪ সালের ২৫ নভেম্বর বিষয়টি মুর্শিদাবাদ জেলা কমিটির কাছে জানান। অভিযোগ অনুযায়ী, জেলা সম্পাদক জামির মোল্লা তাঁকে জানান—“এটা রাজ্যের বিষয়, তাই রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে জানাতে হবে।” তবে এরপর দীর্ঘ সময় কেটে গেলেও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বরং, ভুক্তভোগীর অভিযোগ, তাঁকে বলা হয়, “ওই নেতাকে বলে দেওয়া হয়েছে, তোমায় বিরক্ত না করতে। বিষয়টা এখানেই থেমে যাক।”

একাধিকবার সেলিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন ওই মহিলা। শেষমেশ ফেসবুককেই নিজের ‘মঞ্চ’ করে তোলেন। সেখানে তিনি লেখেন—

“কমঃ সেলিম দাদা, ব্রিগেডও তো শেষ হল। আপনারই কথা অনুযায়ী ‘অতিদ্রুত’ বিচার পাবো! আর কবে দাদা? … আমি হেরে গেলাম নিজের কাছে। তবে চাইবো পার্টিটার সঠিক শুদ্ধিকরণ হোক। ইনকিলাব জিন্দাবাদ।”

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে সংবাদমাধ্যমের কাছে বংশগোপালের দাবী, “আমার বিরুদ্ধে এসব চক্রান্ত। আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে”। একইসঙ্গে তিনি জানান দ্রুতই সব অভিযোগের “মোক্ষম জবাব দেবেন” তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bansa Gopal Chowdhury, #West Bengal, #Cpim

আরো দেখুন