বঙ্গ বিজয়ের চাবিকাঠি লুকিয়ে সংগঠনে, বুথে বুথে বিরোধীদের থেকে কতটা এগিয়ে জোড়াফুল?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুথভিত্তিক এই শক্তিই বঙ্গজয়ের চাবিকাঠি। এতে ভর করেই একের পর এক ভোটে জিতে যাচ্ছে তৃণমূল। বলা হয়, বাংলায় ভোট করাতে হয়। যার সংগঠনে যত জোর, ভোট শেষে সেই শেষ হাসি আসে। ২০২৬ সালের বিধানসভা ভোটের এক বছর প্রশ্ন উঠছে তৃণমূলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো বুথভিত্তিক সংগঠন কি কোনও বিরোধী দলের আছে?
বাংলার ভোটরক্ষা করতে নেমেছে তৃণমূল। ৪,৫০০ নেতাকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় প্রশিক্ষণ শিবির চলছে। দিদির দূত অ্যাপকে নতুন মোড়ক এনেছে তৃণমূল। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন দলের কর্মীরা, অ্যাপের মাধ্যমে দলকে বুথভিত্তিক পরিসংখ্যান দেবেন। প্লে স্টোরের পরিসংখ্যান বলছে, প্রায় ১১ লক্ষ ডিভাইসে ওই অ্যাপ ইতিমধ্যেই ডাউনলোড হয়ে রয়েছে।
অন্য লোক ডাউনলোড করলেও হিসাব বলছে, কমবেশি ১০ লক্ষ সক্রিয় তৃণমূলকর্মী রয়েছেন। যাঁরা বুথস্তরে কাজ করেন। বাংলায় বুথের সংখ্যা প্রায় ৮০ হাজার। দেখা যাচ্ছে, খুব কম হলেও বুথপিছু তৃণমূলের ১০ জন কর্মী রয়েছেন। বুথভিত্তিক যে শক্তি তৃণমূলের রয়েছে, তা কি বিরোধী কোনও দলের রয়েছে? ওয়াকিবহাল মহলের বক্তব্য, মেরুকরণের আবহেই বিধানসভা ভোট হবে। ইতিমধ্যেই তা তৈরি হতে শুরু করেছে। কিন্তু জয়ের যাদুদণ্ড রয়েছে বুথভিত্তিক সংগঠনেই। যেখানে বিরোধীদের থেকে মাইলখানেক এগিয়ে তৃণমূল।