রাজ্য বিভাগে ফিরে যান

শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বললেন- এটা বাংলার জন্য ঐতিহাসিক প্রকল্প

April 21, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ‍্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট গড়ে তুলতে ১৬,০০০ কোটি টাকা লগ্নি করেছে সজ্জন জিন্দলের সংস্থা জেএসডব্লিউ এনার্জি। সৌরভ গঙ্গোপাধ্যায়ও রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

এদিন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”এটা বাংলার জন্য ঐতিহাসিক প্রকল্প। এর আগে রাজ্যে এমনটা কখনও হয়নি”! পূর্ববর্তী বাম সরকারকেও খোঁচা দেন তিনি। বলেন, ‘আগে লোকে বলত লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এই প্রকল্পের কারণে পরবর্তী ১০০ বছর বিদ্যুতের সমস্যা হবে না রাজ্যে’।

অনুষ্ঠানে জিন্দল গোষ্ঠীর কর্ণধার জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রচুর কর্মসংস্থান হবে। শুধু শালবনিতে নয়, গোটা রাজ্যের জন্যই এই প্রকল্প উন্নয়ন করবে। মুখ্যমন্ত্রী এই পরিপ্রেক্ষিতে বলেন, ”শালবনির কারখানার জন্য গোটা রাজ্য, ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজারের বেশি কর্মসংস্থান হবে। বিদ্যুতের আর কোনও সমস্যা হবে না। ২৪ ঘণ্টাই পরিষেবা মিলবে।”

এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে হেলিপ্যাড গ্রাউন্ডে হাজির ছিলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং সাংসদ জুন মালিয়া। আর শালবনিতে নেমেই মুখ্যমন্ত্রী প্রথমে যান জিন্দলদের কারখানার। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘যারা বলে হচ্ছে না হচ্ছে না, তাঁদের বলব এখানে এসে দেখুন। সৌরভ, জুন ঠিকই বলেছে। পূর্ব ভারতে এত বড় প্রকল্প আগে হয়নি। সব মিলিয়ে প্রায় ১৫ হাজার মানুষ কাজ পাবেন। আরও বিদ্যুৎ প্রকল্প হচ্ছে। বাংলার এটা ঐতিহাসিক প্রকল্প। শালবনির তাপবিদ্যুৎ কেন্দ্রে এই রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজার মানুষজনের কর্মসংস্থান হবে। ১৬০০ কোটি টাকা খরচ হবে। আগামিকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব।’ উল্লেখ্য, ২২ এপ্রিল, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট–সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।

একনজরে দেখে নিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ

  • বাংলার ঐতিহাসিক প্রকল্প। শালবনির তাপবিদ্যুৎকেন্দ্রে এ রাজ্যের ২৩ জেলাই উপকৃত হবে। ১৫ হাজার জনের কর্মসংস্থান হবে। ১৬০০০ কোটি টাকা খরচ হবে। আগামিকাল সোলার প্ল্যান্টের উদ্বোধন করব। আগে বলা হত, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। এখন ২৪ ঘণ্টাই বিদ্যুৎ সরবরাহ করা হয়।
  • ওদের পরিকল্পনা রয়েছে আরও দুটি ইউনিট খোলার।
  • যারা বলে হচ্ছে না হচ্ছে না, তাঁদের বলব এখানে এসে দেখুন।
  • ‘আমার সমালোচনা করতে পারেন। কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না। অনেকেই অনেক কিছু বলে থাকেন। আমরা বলি না, আমরা শুধু করে দেখাই।
  • ভারত ইউনিক দেশ। ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাস সব আলাদা। কিন্তু মাথায় রাখতে হবে ঐক্যই আমাদের শক্তি।
  • বাংলায় ছ’টি ইকোনমিক করিডর হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুরেই ৩৭০০ কোটি টাকা ব্যয় হয়েছে। ডেউচা-পাঁচামিতে বিশাল কোল ব্লক তৈরি হচ্ছে। ১ লক্ষ কর্মসংস্থান হবে। ৩০ তারিখ জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে দিঘায়। পুরুলিয়ার রঘুনাথপুরে পাঁচটি বড় কোম্পানি বিনিয়োগ করবে।
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #jindal group, #jindal, #thermal power project

আরো দেখুন