মালদহ, মুর্শিদাবাদের মানুষদের সাদা কাগজে সই করাচ্ছে জাতীয় মহিলা কমিশন? বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের, দেখুন ভিডিও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মালদহ, মুর্শিদাবাদে ঘুরে গিয়েছে জাতীয় মহিলা কমিশন। ইতিমধ্যেই কমিশনের অতিসক্রিয়তা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দলের নেতারা। এবার বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার উপ-দলনেত্রী সাংসদ সাগরিকা ঘোষ। তিনি জাতীয় মহিলা কমিশনকে Notorious Commission for White Papers বলে আখ্যা দিয়েছেন।
তাঁর অভিযোগ, “সন্দেশখালির ঘটনার সময় দেখা গিয়েছিল মহিলাদের দিয়ে সাদা কাগজে সই করাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। তারপর ভুয়ো ধর্ষণের অভিযোগ করা হয়। এবার মুর্শিদাবাদ এবং মালদহে সাদা কাগজে সই করাচ্ছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। ফলে আমার জিজ্ঞাসা করছি, আরও সাদা কাগজে সই করানো ভুয়ো অভিযোগ আসতে চলেছে?” এরপরই তিনি বলেন, জাতীয় মহিলা কমিশন-কে এখন থেকে Notorious Commission for White Papers নামে ডাকা উচিত।
উল্লেখ্য, জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার ২০২১ সালে বিজেপির হয়ে ভোটে লড়েন এবং হেরে যান। এখানেই তৃণমূল সাংসদের প্রশ্ন, বিজেপির মহিলা মোর্চার বর্ধিত সংস্করণে পরিণত হওয়া জাতীয় মহিলা কমিশনের থেকে কি নিরপেক্ষ রিপোর্ট পাওয়া যাবে?