ঈশ্বর নিজের বাড়ি দেখতে এলেন? রবিবার দীঘার সমুদ্রতটে ভেসে এল জগন্নাথদেবের দারুবিগ্রহ

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথদেবের নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। তার আগে রবিবার দীঘার সমুদ্রতটে ভেসে এসেছে জগন্নাথদেবের দারুবিগ্রহ। তার একটি হাত ক্ষতিগ্রস্ত। স্থানীয়দের মতে, এ সাক্ষাৎ অলৌকিক ঘটনা। তাঁরা বলছেন, ভগবান খোদ নিজের ধাম দেখতে এসেছেন। শ্রীজগন্নাথদেবের সেই বিগ্রহ দেখতে মানুষ ভিড় জমিয়েছেন।
জগন্নাথ মন্দিরের ঘিরে দ্বারোদ্ঘাটন ঘিরে দীঘায় সাজ সাজ রব। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সংলগ্ন ঘাট সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। সুসজ্জিত ঘাটে স্নান সেরে মন্দিরে পুজো দিতে যাবেন ভক্তরা। ডিএসডিএ-র এই নবনির্মিত ঘাটেই রবিবার বিগ্রহ দেখতে পান পর্যটকরা। তারপর তা নিয়ে আসা হয় সৈকতে। দেখা যায়, বিগ্রহের বাঁ-হাতের কিছুটা অংশ ভাঙা। সর্বত্র ছড়িয়ে পড়ে খবর। সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটক দলে দলে সকলে চলে আসেন ঘাটে। এর পর বিগ্রহটিকে পুরাতন জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়। যা মাসির বাড়ি হিসেবে পরিচিত।
উল্লেখ্য, ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির ও সংস্কৃতি কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের দিনে দীঘায় বিপুল জনসমাগম হতে চলেছে। প্রশাসনিকস্তরে চলছে প্রস্তুতি। দীঘার জগন্নাথ মন্দির সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে একটি ওয়েবসাইটে, সেটি তৈরি করেছে ওয়েবেল। জগন্নাথদেবের মন্দির নিয়ে গোটা রাজ্যে উন্মাদনা রয়েছে। বিগ্রহ উদ্ধার সেই উন্মাদনাকেই কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিগ্রহকে স্থায়ীভাবে নতুন মন্দিরে প্রতিষ্ঠার দাবিও উঠছে।
(দৃষ্টিভঙ্গি কোনও অতিপ্রাকৃতিক জিনিসে বিশ্বাসী নয়। সংবাদ হিসাবে আমরা এই প্রতিবেদন প্রকাশ করলাম।)