← রাজ্য বিভাগে ফিরে যান

অসুস্থ রাজ্যপাল, বোস-কে দেখে শালবনী রওনা হলেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। জানা গিয়েছে, হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আলিপুর কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শালবনীতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে যাওয়ার আগে রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ, দুপুরে ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “রাজ্যপালের শরীর খারাপ। আমি দেখতে গিয়েছিলাম। তাই একটু দেরি হল। আজ শালবনীতে বিদ্যুৎকেন্দ্রের শিলন্যাস। কাল মেদিনীপুরে যাব। তারপর আবার কলকাতায় ফিরব। আপনারা সকলে ভাল থাকবেন।”