কুমারটুলির পর বাগুইআটির দেশবন্ধুনগর, শহর ফের উদ্ধার ট্রলিবন্দি দেহ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও ট্রলিবন্দি দেহ উদ্ধার হল শহরে। মঙ্গলবার সকালে বাগুইআটির দেশবন্ধুনগরের রাস্তায় রহস্যময় ট্রলি থেকে উদ্ধার হয়েছে এক যুবতীর দেহ। তাঁর মুখে সেলোটেপ লাগানো রয়েছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় ভীত এলাকার সাধারণ মানুষ।
মঙ্গলবার, বাগুইআটির দেশবন্ধুনগরের পরিত্যক্ত এলাকায় কালো রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা খবর দেন পুলিশে। বাগুইআটি থানার পুলিশ ট্রলি খুলে দেখতে পায়, তাতে এক যুবতীর দেহ রয়েছে। তার মুখে বাদামি রঙের সেলোটেপ। এলাকায় জিজ্ঞাসাবাদ করে পুলিশের প্রাথমিক অনুমান, মৃতা এলাকার নন। অন্য কোথাও খুন করে দেহ ট্রলিবন্দি করে ফেলে গিয়েছে কেউ বা কারা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তরকারীরা। মহিলার পরিচয় এখনও জানা যায়নি।
আহিরিটোলা ঘাটের কাছে ট্রলিবন্দি দেহ উদ্ধারের স্মৃতি উস্কে উঠেছে এই ঘটনায়। সেখানে মধ্যমগ্রামে খুনের পর আত্মীয়ার দেহ ট্রলিতে ভরে গঙ্গার ঘাটে ফেলতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মা-মেয়ে। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ফাল্গুনী নামে গৃহবধূ নিজের মা আরতি ঘোষের সঙ্গে মিলে পিসিশাশুড়িকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছিল বলে জানা যায়।