আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কীভাবে নির্বাচিত হন পোপ?

April 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত হয়েছে পোপ ফ্রান্সিস। পোপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার প্রায় তিন সপ্তাহ পর নতুন পোপ নির্বাচিত হন। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নির্বাচন হয়। কলেজ অফ কার্ডিনাল সিস্টিন চ্যাপেলে কনক্লেভ ডাকা হয়। কার্ডিনালরা ভোট দেন। ভোট শেষ না-হওয়া পর্যন্ত সেখান থেকে বেরতে পারেন না কার্ডিনালরা। ক্যাথলিক চার্চের আইন অনুসারে, ৮০ বছরের কম বয়সি কার্ডিনালরাই কেবল ভোট দিতে পারবেন। বিশ্বে এখন কার্ডিনালের সংখ্যা ২৫২। তার মধ্যে ৮০ বছরের কম বয়সি আছেন ১৩৮ জন। ১৩৮ জনের মধ্যে রয়েছেন ভারতের চার জন। তাঁরাও ভোট দেবেন।

গোপনীয়তার সঙ্গে ভোটাভুটি শেষে ব্যালট পুড়িয়ে ফেলা হয়। উপস্থিত থাকেন ভ্যাটিকানের দমকল কর্মীরা। দ্বিতীয়বার আগুন জ্বালানো হয়। গির্জার বাইরে চিমনি থেকে ধোঁয়া বের করা হয়। ধোঁয়ার রঙ দেখে জনগণ বুঝতে পারেন পোপ নির্বাচন হয়েছে কি-না। কালো ধোঁয়ার অর্থ নির্বাচন হয়নি। সাদা ধোঁয়ার অর্থ পোপ নির্বাচন সম্পন্ন হয়েছে।

আগামী পোপ কে হবেন?
বেশ কয়েকটি নাম ঘোরাফেরা করছে। কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন, কার্ডিনাল পিটার এরদো, কার্ডিনাল লুই অ্যান্তোনিও ট্যাগল, কার্ডিনাল ম্যাত্তেও জুপ্পি, কার্ডিনাল রেমন্ড লিও বুর্ক প্রমুখদের নাম শোনা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rome, #pope, #Italy

আরো দেখুন