রাজ্য বিভাগে ফিরে যান

BJP-র জেলা সভাপতি নির্বাচন ঘিরে দলের ঘোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, ফের উঠে আসছে ‘কামিনী-কাঞ্চন’ তত্ত্ব!

April 22, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যে বিজেপি’র জেলা সভাপতি নির্বাচন ঘিরে দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ফের উঠে আসছে ‘কামিনী-কাঞ্চন’ তত্ত্ব। শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ‘আর নয় অন্যায়’ হ্যাশট্যাগ দিয়ে সামাজিক মাধ্যমে আন্দোলনের বার্তা দিচ্ছে দলেরই একাংশ। তাঁরা তিন রাজ্য নেতা সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায় ও কেন্দ্রীয় নেতা অমিত মালব্যকে নিশানা করেছেন।

সেই আঁচ পড়েছে নদিয়া দক্ষিণ সাংগাঠনিক জেলাতেও। তবে নতুন সভাপতি অপর্ণা নন্দীর বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতার সঙ্গে বিবাহবর্হিভূত সম্পর্ক ও তা জেনে ফেলায় নেতার স্ত্রীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গৃহবধূর কথায়, “স্বামীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখেছি। সেই থেকে আমাকে খুনের চেষ্টা করা হচ্ছে।” পাশাপাশি তাঁকে জেলা সভাপতি হিসাবে না মেনে একাধিক পোস্টার পড়েছে এলাকায়।

অপর্ণা নন্দী নবদ্বীপের বাসিন্দা। এই এলাকা রানাঘাট লোকসভার মধ্যে পড়ে নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মধ্যে ছিল। লোকসভা ভোটের আগে নবদ্বীপ বিধানসভাকে নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার অধীনে নিয়ে আসা হয়। অপর্ণাকে জেলা সভাপতি পদে বসানো হয়। তারপর থেকেই বিজেপি পার্টি অফিস সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় অপর্ণার বিরুদ্ধে পোস্টার পড়ে। ‘অপর্ণা নন্দীকে জেলা সভাপতি মানছি না, মানব না,’ ‘মহিলা সভাপতি না দিয়ে যুবদের হাতে দায়িত্ব দিতে হবে’-সহ একাধিক দাবি তুলে পোস্টার পড়েছে।

প্রত্যাশা মতোই বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হল। নতুন দায়িত্ব পেলেন স্মৃতিকণা বসু। স্নাতকোত্তর স্মৃতিকণা আগে দলের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মহিলা মোর্চার দায়িত্বও সামলেছেন। কাটোয়া সাংগঠনিক জেলায় বিজেপি এই প্রথম কোনও মহিলাকে সভাপতির পদে বসাল। কিন্তু স্মৃতিকণাকে জেলা সভাপতি করা নিয়ে রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আদি বিজেপি নেতাকর্মীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#hooghly, #West Bengal, #bjp

আরো দেখুন