মে মাসে মুর্শিদাবাদ যাবেন, জানালেন মমতা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মেদিনীপুরের প্রশাসনিক সভামঞ্চ থেকে চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নিশ্চিন্তে স্কুলে যান, যোগ্য-অযোগ্যর লিস্ট নিয়ে ভাবতে হবে না।” মেদিনীপুরের সভা থেকে যোগ্য চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “আপনারা স্কুলে যান। মাইনে নিয়ে ভাবতে হবে না।”
চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন বসে আছেন গরমে? নিশ্চিন্তে আপনারা স্কুলে যান। মাইনে নিয়ে ভাবতে হবে না। সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, বেতন বন্ধ করেছিল। আমরা তো আদালতে গিয়েছি। আপনারা বেতন পাবেন। এত উত্তজেনার কোনও দরকার নেই। আর গ্রুপ সি-ডি যাদের বাতিল হয়েছে, তাঁরাও চিন্তা করবেন না। আইনজীবীদের পরামর্শ নিতে দিন। নির্দেশ মেনেই আপনার জন্য যা করনীয় তা সরকার করবে।”
মমতা বলেন, সুপ্রিম কোর্ট যে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে যাওয়ার অনুমতি দিয়েছে, তাঁদের স্কুলে যাওয়া উচিত। সরকার তাঁদের বেতনও দেবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,“কাল সন্ধ্যা থেকে কমপক্ষে ১০ বার আমি কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো এক সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। যেহেতু আমি মেদিনীপুরে আছি, আমি রাত ১২ টা পর্যন্ত কথা বলে দেখেছি। কেউ-কেউ অনড় আছে যে টেন্টেড-আনটেন্টেড তালিকা বের করতে হবে। আরে আপনার কী যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড নাকি আনটেন্টেড, সেটা দেখার তো আপনার প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে। কোর্ট আছে।”
একনজরে দেখে নিন তাঁর বক্তব্যের কিছু অংশ:
- পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পূর্ব ভারতের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১২.৫ মেগাওয়াটের এই বিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ৭৫০ কোটি টাকা।
- বক্রেশ্বর, পুরুলিয়ায় সৌরবিদ্যুৎ কেন্দ্র হবে।
- শালবনির ২০০০ একর জমিতে ইন্ড্রাস্ট্রিয়াল পার্কে জেলার ছেলেমেয়েরা চাকরির সুযোগ পাবে।
- ডেউচা পাঁচামি প্রকল্প হয়ে গেলে আগামী ১০০ বছর ভাবতে হবে না। এই প্রকল্পে এক লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- আমি মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব
- চাকরিহারাদের স্কুলে গিয়ে ক্লাস নিতে বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন গরমের মধ্যে বসে রয়েছেন? আপনারা স্কুলে যান। যাঁরা আপনাদের উস্কানি দিচ্ছে, তাঁরা টাকা দেবেন না। সরকার আপনাদের বেতন দেবে।”
- ‘বাংলার বাড়ি’ প্রকল্পে কেউ টাকা চাইলে থানায় গিয়ে এফআইআর করতে বললেন মুখ্যমন্ত্রী।