চাকরিহারাদের কী বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে সোমবার রাত থেকে এসএসসি ভবনে বাইরে ধরনায় চাকরিহারারা। ভিতরে আটকে পড়েন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার-সহ ১৬ জন। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে আন্দোলনকারীদের কাজে ফেরার পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, “এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়।” তিনি স্পষ্টভাবে বললেন, “আইনি পথেই যা করার করা হবে।” নিশানা করলেন বিরোধীদেরও। বললেন, “কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমরা আপনাদের জন্যই কাজ করে চলেছি।”
এদিন সাংবাদিক বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বললেন, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চাকরিহারাদের পাশে রয়েছেন। কারা চাকরি খেয়েছে আপনারা জানেন। আমরা সুপ্রিম কোর্টে হেরেছি। কিন্তু জিতল কারা? আপনারা সেটা ভাবুন। আমরা কাজ করে চলেছি। সুপ্রিম কোর্টে বিষয়টা এখনও বিচারাধীন। আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি। কিন্তু এমন কিছু করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয়ে যায়।” ব্রাত্য বললেন, “আপনারা নিজেদের কাজে ফিরুন, আমাদের কাজ করতে দিন। শিক্ষাদপ্তরেও মহিলা কর্মীরা রয়েছেন। মাধ্যমিকের খাতা দেখা চলছে।”
যোগ্য-অযোগ্য কোনও তালিকা এখন প্রকাশ করা হবে না, স্পষ্ট করে দিয়েছেন শিক্ষামন্ত্রী। তাঁর যুক্তি, আইনি পরামর্শ নিয়ে তাঁরা কাজ করছেন। সেই পরামর্শ মেনেই তালিকা প্রকাশ করবে না এসএসসি। তিনি জানান, সুপ্রিম কোর্ট এমন কোনও নির্দেশ দেয়নি। তাই কোনও তালিকা বের করা হলে তা আদালত অবমাননা হতে পারে। তাই এখনই কোনও তালিকা প্রকাশ করা হবে না। আর এই ১৭ হাজারের বেশি শিক্ষকদের নিয়ে ব্রাত্য বলছেন, সুপ্রিম কোর্ট নির্দিষ্ট করে বলে দিয়েছেন কারা যোগ্য-অযোগ্য। তার ভিত্তিতে বোর্ড তথ্য চেয়েছিল। আদালত তা জানিয়েছে। শীর্ষ আদালতের দেওয়া তালিকা অনুযায়ী কোনও শিক্ষকের বেতন বন্ধ করা হয়নি। বরং তাঁদের স্কুল যেতে বলা হয়েছে।