অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের, নিহত অন্তত ২০

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। তার আগেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই অঞ্চলে পর্যটকদের উপরে জঙ্গি হামলা। মঙ্গলবার একদল পর্যটকের লক্ষ্য করে গুলি চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। স্থানীয় সূত্রের মতে, নিহতের সংখ্যা অন্তত ২৮।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে খবর, পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, আহতদের মধ্যে তিন স্থানীয় এবং তিন জন রাজস্থানের।
জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা বিগত কয়েক মাসে বেড়েছে। সম্প্রতি জঙ্গি-সেনার পরপর গুলির তীব্র আওয়াজে উত্তপ্ত হয় পুঞ্চ এলাকা। তার আগে অবশ্য তিন পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনাবাহিনী। নিহতদের মধ্যে একজন ছিল জইশ-ই মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কমান্ডার শইফুল্লাহ। বাকি দুই জঙ্গির নাম ফারমান ও বাশা। ওই দু’জনও জইশের সদস্য। নিরাপত্তা বাহিনীর কাছে খবর রয়েছে, পাকিস্তানি জঙ্গিদের বড় একটা দল জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে। এখন পর্যটকদের ওপর যারা হামলা করল, তারা কোন সংগঠনের তা এখনও নিশ্চিত নয়।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী এবং শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।