আজ বিশ্ব বসুন্ধরা দিবস, জানেন দিনটির তাৎপর্য কী?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ, বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বসুন্ধরা দিবস। পৃথিবীকে রক্ষা করার জন্য দিনটি পালন করা হয়। প্রতি বছর ২২ এপ্রিল দিনটিতে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার জন্য পালিত হয় নানা রকম কর্মসূচি।
১৯৭০ সালে প্রথমবার ২২ এপ্রিল আর্থ ডে বা ধরিত্রী দিবস হিসেবে পালিত হয়েছিল। তারপর থেকে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। ১৯৭০ সালে ২১ মার্চ উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিনে এই দিনটি উদযাপিত হয়েছিল। ১৯৬৯ সালে সান ফ্রান্সিসকোতে ইউনেসকো সম্মেলনে কর্মীরা পৃথিবীকে রক্ষার জন্য একটি দিন নির্দিষ্ট করেছিল। পরবর্তী কালে, মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটর গেলর্ড নেলসন ১৯৭০ সালের ২২ এপ্রিল আর্থ ডে-র প্রচলন করেন। তারপর থেকে প্রতি বছর পালিত হচ্ছে দিনটি। প্রকৃতি সম্পর্ক সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পালিত হয় এই দিবস।
আজকের দিনে পরিবেশ ও প্রকৃতিকে রক্ষার জন্য পালিত হয় নানান কর্মসূচি। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি, মাটি ক্ষয়, জল দূষণ, বন উজাড়ের মতো ঘটনাগুলি নিয়ে মানুষকে সচেতন করা হয়। প্রতি বছর এই দিবসে নির্দিষ্ট থিম থাকে। চলতি বছরের থিম হল “Our Power, Our Planet” এই থিমকে উপজীব্য করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।