এবার থেকে ডে কেয়ার সার্জারি-তেও মিলবে স্বাস্থ্যবিমার টাকা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘণ্টাখানেকের কোনও ছোট অস্ত্রোপচার, যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় না। চিকিৎসা পরিভাষায় এমন অস্ত্রোপচারকে বলা হয়, ডে কেয়ার সার্জারি। সাধারণত চোখের ছানি কাটা, চোখের মণি থেকে ফরেন বডি রিমুভাল, পাইলস, ফিসচুলা অস্ত্রোপচার, জিভের কোনও কাঁটাছেড়া, এগুলো সবই ‘ডে কেয়ার সার্জারি’র মধ্যে পড়ে। অস্ত্রোপচার শেষে দিনের দিন ছুটি। এবার সেই অস্ত্রোপচারের জন্যেও মিলবে মেডিক্লেমের টাকা।
স্বাস্থ্যবিমা সংস্থাগুলোর সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডে কেয়ার সার্জারির ক্ষেত্রে এতদিন স্বাস্থ্যবিমার সুযোগ পাওয়া যেত না। যে কারণে কিছু বেসরকারি হাসপাতালে জোর করে রোগীকে ভর্তি করা হত। স্বাস্থ্যবিমা সংস্থাকে দেখানো হত রোগী ভর্তি হয়েছে। ডাক্তারবাবুকে দিয়ে লিখিয়ে নেওয়া হত হাসপাতালে ভর্তি করানো প্রয়োজন। দু’দিনের বিল করে দিত বেসরকারি হাসপাতাল। এই ব্যবস্থার বদল হল। বৈঠকে ইনসিওরেন্স সংস্থা রাজ্যকে জানিয়েছে, ডে কেয়ার সার্জারিও তারা স্বাস্থ্যবিমার মধ্যে আনছে।
বৈঠকে চেয়ারম্যান ছাড়াও হাজির ছিলেন স্বাস্থ্য কমিশনের সদস্য ডা. মাখনলাল সাহা, বিনোদ কুমার, সচিব আরশাদ হুসেন ওয়ারসি, ডা. মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়-সহ ১১ বিমা সংস্থার কর্তারা। স্বাস্থ্যবিমা সংস্থাগুলিকে জানানো হয়েছে, একাধিক বিমা সংস্থার ইনসিওরেন্স অ্যাপ্রুভাল মেমোতে কিছু অস্বচ্ছতা আছে। দ্রুত তা সংশোধন করতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সমস্ত বিমা সংস্থা কনসিউমেবেল আইটেমকে বিমার আওতায় আনার কথা দিয়েছেন। উল্লেখ্য, গজ-তুলো, মাস্ক, সার্জিকাল গ্লাভস, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এসবই ‘কনসিউমেবেল আইটেম।’ এতদিন বিমায় এই ধরণের জিনিসকে মেডিক্যাল আইটেম বলে গণ্য করা হত না। যার জন্য খরচ দিত না অধিকাংশ বিমা সংস্থা। স্বাস্থ্য কমিশনের সঙ্গে এদিনের আলোচনা শেষে সমস্ত বিমা সংস্থা জানিয়েছেন, ‘কনসিউমেবেল আইটেম’কেও মেডিক্লেমের আওতায় আনা হবে।