বিবিধ বিভাগে ফিরে যান

প্রসাদ হয়ে গেলেন সত্যজিৎ! নাম বদলের কাহিনি জানেন?

April 23, 2025 | < 1 min read

সত্যজিৎ-এর জন্ম ২রা মে ১৯২১

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মানিক তাঁর ডাকনাম। বাঙালির সাত রাজারধন, এক মানিক। কিন্তু সত্যজিৎ? মানিকবাবু কী প্রথম থেকেই সত্যজিৎ ছিলেন?

না! আজ্ঞে না। সত্যজিৎ-এর জন্ম ২রা মে ১৯২১। বাংলায় হল ১৮ই বৈশাখ, ১৩২৮।

ওই গতরাতে খোকা জন্মেছে বলে যে টেলিগ্রাম দেখেন না? ওটা কিন্তু ফেক! হাল আমলের এক লেখকের সৃষ্টি ওটি। তিনি নিছক মজা করেই বানিয়েছিলেন লোকে সত্যি ভেবে বসেছে। যাক সে অন্য কথা। জন্মের পর সত্যজিতের নাম রাখা হয়েছিল প্রসাদ। রায়, প্রসাদ রায়। কিন্তু সে নাম ধোপে টেকেনি। ১৯২৩ সালের ২রা মে, বাংলার ১৯শে বৈশাখ ১৩৩০ বঙ্গাব্দে অর্থাৎ মানিকের দু-বছরের জন্মদিনে তাঁর নাম রাখা হয় সত্যজিৎ। যে নামে তিনি জগৎ বিখ্যাত হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Director, #Early life, #childhood, #Satyajit Ray

আরো দেখুন