২০২৪ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ রাজ্যের পাঁচ প্রশিক্ষিত, জানেন কারা তাঁরা?

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২৪ সালের সিভিল সার্ভিসেস পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেছে। প্রথম হয়েছেন উত্তরপ্রদেশের শক্তি দুবে। রাজ্য সরকার চালিত সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের পাঁচ প্রশিক্ষিত রয়েছেন তালিকায়। এদের মধ্যে দু’জন মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সিভিল সার্ভিসের সর্বভারতীয় পরীক্ষায় রাজ্যের আরও কয়েকজন প্রার্থী সফল হয়েছেন। তাঁদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বাংলা থেকে তালিকায় ১১ জন থাকতে পারেন। বাংলা থেকে যাঁরা মেধাতালিকায় আছেন, তাঁরা হলেন, মেঘনা চক্রবর্তী (৭৯), সহর্ষ কুমার (১৫৩), পারমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রভীন কুমার (৮৩৭)। রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রানাঘাটের ডিএসপি (ট্রাফিক) সঞ্জয় কুমারের পুত্র যশ কুমার সিভিল সার্ভিস পরীক্ষায় ২২৭ র্যাঙ্ক পেয়েছেন। সল্টলেকের বাসিন্দা মেঘনা চক্রবর্তী আইএএস বা আইএফএস ক্যাডার পেতে পারেন বলে আশা প্রকাশ করা হয়েছে সরকারি বিবৃতিতে। উত্তর ২৪ পরগনার পানশিলার বাসিন্দ পারমিতা মালাকারও আইএএস ক্যাডার পেতে পারেন। কলকাতার সহর্ষ কুমারের আইপিএস ক্যাডার পাওয়ার সম্ভাবনা আছে। নদীয়ার রানাঘাটের রাজদীপ ঘোষ ও কলকাতার প্রভীন কুমারের রেভিনিউ সার্ভিস পাওয়ার সম্ভাবনা আছে।