রাজ্য বিভাগে ফিরে যান

অসুস্থ রাজ্যপাল এবং মুকুল রায়কে দেখতে হাসপাতালে মমতা

April 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস ভর্তি রয়েছেন। বুধবার তাঁকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাসপাতালেই ভর্তি রয়েছেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী মুকুল রায়। তাঁর সঙ্গেও দেখা করলেন মমতা। জানালেন, মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। চোখ মেলে মমতাকে দেখেওছেন মুকুল।

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যপাল। শালবনি সফরের আগে হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের গেলেন হাসপাতালে। জানালেন, “রাজ্যপালের সঙ্গে কথা হয়নি। ওষুধ দিয়ে তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা বিশ্রাম নিতে বলেছেন। চার-পাঁচদিন চিকিৎসার পর রাজ্যপাল স্থিতিশীল হলে তারপর পরবর্তী চিকিৎসার কথা ভাববেন ডাক্তাররা।” তবে রাজ্যপালের স্ত্রীয়ের সঙ্গে কথা হয় মুখ্যমন্ত্রীর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Governor of WestBengal, #Mamata Banerjee, #mukul roy, #governor, #Cv Ananda bose

আরো দেখুন