বিবিধ বিভাগে ফিরে যান

আর্থিক প্রতারণার অভিনব কৌশল! ব্লগ থেকে নম্বর নিয়ে ফোন করে টাকা তুলত প্রতারক

April 23, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অভিনব কৌশলে আর্থিক প্রতারণার খোঁজ পেল পুলিস। হাওড়ার শিবপুর থেকে সৌভিক মুখোপাধ্যায় অভিযুক্ত প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। সৌভিক স্নাতক হওয়ার পর কোনও চাকরি পাননি। ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। সারাদিন সেখানে তিনি খোঁজ করতেন, কারা জামাকাপড়, খাবার সহ অন্যান্য পণ্য বিক্রির বিজ্ঞাপণ দিচ্ছেন। পণ্য ভালো বা সস্তা কি না, এসব নিয়ে কারা মন্তব্য করছেন, তাও খেয়াল রাখতেন সৌভিক। ভিডিও বা রিলসেই তিনি দেখে নিতেন দোকানের মালিক বা ম্যানেজারকে। ওই দোকানের পণ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কারা ভিডিও বা রিলস ‘আপলোড’ করছেন, সেদিকেও তাঁর নজর থাকত। তাঁদের নাম ও ফোন নম্বর সোশ্যাল সাইট থেকে জোগাড় করে সংশ্লিষ্ট ক্রেতার পরিচয়ে ফোন করতেন দোকানের মালিক বা ম্যানেজারকে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, দিন ১৫ আগে রাজাবাগান এলাকার এক ব্যবসায়ীকে তাঁর এক বিশ্বস্ত ক্রেতার নাম করে ফোন করেন অভিযুক্ত। মা অসুস্থ বলে জানিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা নেন বলে অভিযোগ। দিন কয়েক পর ব্যবসায়ী ওই ক্রেতাকে ফোন করে তাঁর মায়ের শরীরস্বাস্থ্যের খোঁজখবর নিতে শুরু করেন। স্বভাবতই আকাশ থেকে পড়েন ওই ক্রেতা। জানান, টাকা চেয়ে কোনও ফোন তিনি করেননি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে রাজাবাগান থানায় অভিযোগ করেন ব্যবসায়ী। যে নম্বর থেকে ফোনটি এসেছিল, সেটির সাবস্ক্রাইবার আইডি থেকে জনৈক সৌভিক মুখোপাধ্যায়ের নাম পাওয়া যায়। এরপরই পুলিস হাওড়ার শিবপুরের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুলিসকে জানিয়েছে, কাজকর্ম না পাওয়ায় তিনি অনেকদিন ধরেই এই কাজ কারছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#fraud case, #Money, #Frauds, #fraud

আরো দেখুন