পহেলগাঁওয়ে জঙ্গি হামলার আফটার শক! কী কী কূটনৈতিক পদক্ষেপ নয়া দিল্লির?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার উত্তরে কড়া পদক্ষেপ করল ভারত সরকার। বুধবার, পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বাতিল করা হয়েছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি। আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাকিস্তানিদের জন্য সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল করা হয়েছে। যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক হয় বুধবার। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব জানান, পহেলগাঁওয়ের হামলার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে ভারত।
তিনি জানান, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না-করা পর্যন্ত সিন্ধু জলচুক্তি বাতিল করা হচ্ছে। অবিলম্বে বন্ধ করা হবে আটারি-ওয়াঘা সীমান্ত। ওই সীমান্ত দিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাঁদের আগামী ১ মে-এর মধ্যে ভারত ছাড়তে হবে। পাকিস্তানিদের ‘সার্ক’ ভিসাও বাতিল হয়েছে। যে ভিসাগুলি দেওয়া হয়েছিল, সেগুলিও বাতিল করে দেওয়া হয়েছে। ফলে ওই ভিসার মাধ্যমে ভারতে থাকা পাক নাগরিকদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়াও নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সমস্ত সামরিক উপদেষ্টাদের সরিয়ে নেওয়া হবে। এক সপ্তাহের মধ্যে তাঁদের ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে থাকা হাইকমিশনের আধিকারিক সংখ্যাও আগামী ১ মে থেকে ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনতে বলা হয়েছে। ইসলামবাদেও ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত আধিকারিকদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দেশের প্রতিটি বাহিনীতে নজরদারি বাড়ানো হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সকলকে।
এক নজরে
পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিল।
বন্ধ আটারি-ওয়াঘা সীমান্ত।
পাক নাগরিকদের ভিসা নয়। তাদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করল নয়া দিল্লি।
রাজধানীতে বন্ধ পাকিস্তানি দূতাবাস।
পাকিস্তানে অবস্থিত ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও দেশে ফেরানো হবে।
যে পাকিস্তানিরা বর্তমানে ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।