দেশ বিভাগে ফিরে যান

পহেলগাঁও ইস্যুতে আজ সর্বদল বৈঠক, তৃণমূলের তরফে থাকছেন সুদীপ

April 24, 2025 | < 1 min read

—- ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ, পহেলগাঁও ইস্যুতে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। সন্ধ্যা ৬টায় সর্বদল বৈঠকে সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গোটা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলিকে অবহিত করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার প্রত্যাঘাতে কী কী পদক্ষেপ করা হতে পারে, ভারত সরকার কী কী পদক্ষেপ করেছে, বৈঠকে তা জানানো হবে। বিদেশমন্ত্রী এস জয়শংকরও বৈঠকে বক্তব্য রাখতে পারেন।

তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আরজেডির মনোজ ঝাঁ, ডিএমকের ত্রিরুচি শিবা, শিব সেনার শ্রীকান্ত শিণ্ডে, কংগ্রেসের তরফে খোদ দলের সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে উপস্থিত থাকতে পারেন। আমেরিকা সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনিও আজকের সর্বদল বৈঠকে উপস্থিত থাকতে পারেন। এনডিএর জোটসঙ্গী জেডিইউ বৈঠকে কোনও প্রতিনিধি পাঠাবে না। তাঁদের দাবি, দলের সব নেতা বিহারে প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত। সর্বদল বৈঠক উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী। আজ বিহারের মধুবনীতে সরকারি কর্মসূচি রয়েছে তাঁর। পহেলগাঁওয়ের মতো স্পর্শকাতর বিষয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকা উচিত ছিল বলে মত বিরোধীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#all party meeting, #Pahalgam, #Pahalgam Terror Attack, #Pahalgam attack

আরো দেখুন