রাজ্য বিভাগে ফিরে যান

সংস্কারের পর উদ্বোধন হল কান্দির বোলতুলি গ্রামে প্রাচীন হরগৌরী মন্দির

April 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রায় ৫০লক্ষ টাকা ব্যয়ে কান্দি থানার বোলতুলি গ্রামে প্রাচীন হরগৌরী মন্দির সংস্কার করলেন স্থানীয় বাসিন্দারা। সংস্কারের পর নির্মিত নতুন মন্দিরের উচ্চতা প্রায় ৬০ ফুট। সোমবার দিনভর নানা অনুষ্ঠান ও যাগযজ্ঞের মাধ্যমে মন্দিরের উদ্বোধন হল। কান্দির বিধায়ক, স্থানীয় জেলাপরিষদ সদস্য সারথি হালদার, পুরন্দরপুর পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, ওই পঞ্চায়েতের সদস্য অপূর্ব পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর মন্দির কমিটির তরফে গ্রামের শতাধিক বাসিন্দাকে বস্ত্র দেওয়া হয়। তিনজন বিশেষভাবে সক্ষমকে ট্রাইসাইকেল ও একজনকে ডাইনিং টেবিল দেওয়া হয়েছে।

জনশ্রুতি রয়েছে, কয়েকশো বছর আগে জঙ্গলে ঘেরা আদিরাপাড়ায় মাঠের দিকে একটি বটগাছের নীচে প্রতিদিন এক গৃহস্থের গাভী দুধ দিয়ে আসত। গৃহস্থবাড়ির লোকজন দুধ পেতেন না। একদিন ওই গৃহস্থ বটতলায় কোদাল নিয়ে মাটি খোঁড়া শুরু করে। সেখান থেকে হরগৌরীর পাথরের মূর্তি উঠে আসে। মূর্তির অর্ধেক মহেশ্বর, অর্ধেক দুর্গা।

এই মূর্তি এতদিন গ্রামে ছোট মন্দিরে নিত্যপুজো হয়ে আসছিল। সম্প্রতি মন্দিরটি ভেঙে পড়েছিল। সোমবার ভোরে ভাগীরথী থেকে ১০৮টি ঘটে জল ভরে আনা হয়। বাসিন্দারা ঢাক, ঢোল, শঙ্খধ্বনি, উলুধ্বনি সহ শোভাযাত্রা করে পুরো এলাকা পরিক্রমা করেন। দিনভর বিশেষ পুজোর্চনা ও যাগযজ্ঞ চলে। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বারোঘাটন হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kandi, #Hara Gauri Temple, #Boltuli village

আরো দেখুন