রাজ্য বিভাগে ফিরে যান

উধমপুরে জঙ্গিদের সঙ্গে চলা গুলির লড়াইয়ে শহিদ বাঙালি সেনা ঝন্টু শেখ! বাড়ি নদিয়ায়

April 24, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে ভূস্বর্গে জঙ্গি বিরোধী অভিযান আরও জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার উধমপুর জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলির লড়াইয়ের খবর পাওয়া গিয়েছে। অভিযানে এক জওয়ান শহিদ হয়েছেন। শহিদ জওয়ান বাংলার নদিয়ার বাসিন্দা। নাম ঝন্টু আলি শেখ। ভারতীয় সেনার ৬ প্যারা রেজিমেন্টের সদস্য ছিলেন তিনি।

নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা বছর সাঁইত্রিশের ঝন্টু শেখ প্যারা কম্যান্ডো ছিলেন। বাড়িতে বৃদ্ধ বাবা ও মা। রয়েছেন দাদা, বউদি। গত ২০০৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তারই মাঝে সংসার পাতেন। স্ত্রী ও দুই সন্তানও রয়েছে তাঁর। বছর দেড়েক আগে কাশ্মীরে পোস্টিং। তাই স্ত্রী ও দুই সন্তানও কাশ্মীরেই থাকেন তাঁরা। ঝন্টু ছুটি পেলে মাঝেমধ্যে পাথরঘাটার বাড়িতে আসতেন। শেষবার ফেব্রুয়ারিতে পাথরঘাটার বাড়ি আসেন ঝন্টু ও তাঁর স্ত্রী-সন্তান। তারপর আর আসেননি। সে-ই শেষ আসা তা হয়তো কল্পনা করতে পারেননি কেউ।

সকালে প্রথমে ওই জওয়ানের পরিচয় পাওয়া যায়নি। পরে সেনার হোয়াইট নাইট কোর-এর তরফে জানানো হয়, তাঁর নাম ঝন্টু আলি শেখ, ৬ প্যারাস্যুট রেজিমেন্টের সদস্য ছিলেন। গুলির লড়াই চলাকালীন গুলি তাঁর শরীরে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হোয়াইট নাইট কোর-এর তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ‘কর্তব্যের প্রতি অবিচল থাকা ও সাহসের সঙ্গে তিনি যেভাবে লড়েছেন, তা চির স্মরণীয় হয়ে থাকবে।’ তাঁরা জানান, গুলির লড়াই এখনও চলছে দুধু-বসন্তগড় অঞ্চলে।

এনিয়ে কিছুক্ষণ আগে নদিয়ার কৃষ্ণনগরের সাংসদ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। তিনিই প্রথম জানান এই খবর। লেখেন, ‘কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে শহিদ হলেন নদিয়ার তেহট্ট ব্লকের পাথরঘাটার বীর বাঙালি সৈনিক ঝন্টু আলি শেখ। অমর রহে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Udhampur, #Indian Soldier Death, #Jhantu Ali Shaikh

আরো দেখুন