পরিবেশরক্ষার বার্তা দিতে সাইকেল নিয়ে রাজ্যে রাজ্যে ঘুরছেন বাংলার কৌশিক দাস

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরিবেশরক্ষার বার্তা দিতে সাইকেল নিয়ে দেশের রাজ্যে রাজ্যে ঘুরছেন কল্যাণীর কৌশিক দাস। ১০টি রাজ্যে ঘুরে ১৮৮ দিন ধরে প্রায় ১৬ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছেন তিনি। কল্যাণীর কংগ্রেস রোডে থাকেন কৌশিক। সাইকেল মেরামতের কাজ করেন। তাঁর বয়স ২৮ বছর। তাঁর সাইকেলে লেখা থাকে পরিবেশ সচেতনতার বার্তা। পাশাপাশি ধর্ষণ রোধে সচতেনতার বার্তাও থাকে।
ওড়িশা, বিহার, কেরালা, মহারাষ্ট্র, গুজরাত, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে সাইকেল নিয়ে ঘুরেছেন তিনি। সাইকেলের ক্যারিয়ারে ছোট সংসার সাজিয়ে বেরিয়েছিলেন তিনি। টেন্ট, কম্বল থেকে জলের পাত্র, সাইকেল সারানোর সরঞ্জাম, জামা-কাপড় ইত্যাদি ছিল সঙ্গে, নানান জায়গায় রাত কাটিয়েছেন।
অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং পাশ করে সাইকেল সারানোর কাজ শুরু করেন কৌশিক। সাইকেল চালানোর শখ ছোটবেলা থেকে। কৌশিকবাবু জানান, সরকারি সাহায্য পেলে তিনি পরিবেশরক্ষার বার্তা ছড়িয়ে দিতে আরও বেশি দূরত্বের সফর করবেন।