রাজ্য বিভাগে ফিরে যান

ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর

April 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের মতো বৃহস্পতিবারও তীব্র তাপে হাঁসফাঁস করতে হবে শহরবাসীকে। প্রায় একই রকম পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রেও। ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

সর্বোচ্চ তাপমাত্রা (৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস) সবথেকে বেশি ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডাতে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৯ ডিগ্রি বেশি হওয়ায় তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি ছিল বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আরও কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। তার মধ্যে কলকাতার কাছাকাছি দমদম এবং বারাকপুর আছে। সেখানে অবশ্য তাপপ্রবাহ পরিস্থিতি হয়নি।

যে ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। সাধারণত কোনও স্থানের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ৫ ডিগ্রি বেশি থাকলে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলে, সেই পরিস্থিতিকে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। বর্তমানে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের ওই ছ’টি জেলায়। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #heatwave, #Heatwave Alert, #Meteorological Department

আরো দেখুন