পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীর ছাড়ার হিড়িক, ‘ভাড়া-সন্ত্রাস’ চালানোর অভিযোগ বিমান সংস্থার বিরুদ্ধে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীর ছাড়াছেন পর্যটকেরা। এই সুযোগে অতিরিক্ত মুনাফা লোভে ‘ভাড়া-সন্ত্রাস’ চালানোর অভিযোগ উঠল বিমান সংস্থার বিরুদ্ধে। শ্রীনগর থেকে কলকাতা (ভায়া মুম্বই) ৮১ হাজার ৪৩৮ টাকা, শ্রীনগর থেকে কলকাতা (টু স্টপ) ৭৩ হাজার ৫৫৫ টাকা, শ্রীনগর থেকে নয়াদিল্লি (ওয়ান স্টপ) ৬৫ হাজার ৬৪ টাকা! ভাড়া অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ হওয়ার উপক্রম।

পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে বুধবার সকালে মাত্র ছ’ঘণ্টায় শ্রীনগর থেকে বিমান ধরেছেন তিন হাজারেরও বেশি মানুষ। সকলেই আতঙ্কিত, বাড়ি ফিরতে চাইছেন। পর্যটকদের উদ্বেগ ও আতঙ্কের সুযোগে বিমান ভাড়া আকাশ ছুঁয়েছে। এহেন ‘ভাড়া-সন্ত্রাস’ নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পর্যটকেরা।
সমাজ মাধ্যমে কটাক্ষের ঝড় চলছে। ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। মন্ত্রী রামমোহন নাইডু সাফ জানান, বাড়তি ভাড়া নেওয়া চলবে না। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে। ভাড়া সাধ্যের মধ্যে রাখতে হবেই।
কেন্দ্রের কড়া অবস্থানের পর টিকিটের দাম অবশ্য কিছুটা কমে। তাও মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে। যাত্রীদের পাশে থাকার বার্তা দিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেটের মতো একাধিক বিমান পরিবহণকারী সংস্থা। তারা জানিয়েছে, ২২ এপ্রিল বা তার আগে যারা শ্রীনগরের যাওয়া-আসার টিকিট কেটেছেন, তাঁরা ৩০ এপ্রিল পর্যন্ত টিকিট বাতিল বা রিসিডিউলের ক্ষেত্রে ছাড় পাবেন। বাড়তি কোনও টাকা কাটা হবে না। একাধিক বিমান পরিবহণ সংস্থা সূত্রে খবর, এপ্রিল-মে মাসের এই সময়ে প্রতি সপ্তাহে ৬০-৭০ হাজার যাত্রী শ্রীনগরে আসেন। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর উলোট পুরাণ! গত ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ১৫ হাজার টিকিট বাতিল বা রিসিডিউলের আবেদন জমা পড়েছে।