রাজ্য বিভাগে ফিরে যান

বিধানসভার গেটে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ স্লোগান শুভেন্দুর, দেখুন ভিডিও, কী বলল তৃণমূল?

April 24, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় গোটা দেশ শোকস্তব্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ভারতবাসীরা। এদিন রাজ্য বিধানসভার গেটে পাকিস্তান বিরোধী স্লোগান তুলতে গিয়ে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে বসলেন বাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমাজ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি।

বৃহস্পতিবার বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়ান বিরোধী দলনেতা। বিধানসভার গেটে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান ওঠে। সেই সময়ের ভিডিওর একটা অংশ সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই শোনা যাচ্ছে, ‘হিন্দুস্তান মুর্দাবাদ’ বলে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা। সোশাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেন তৃণমূল নেতারা। শুভেন্দুকে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনরাও। কুণাল ঘোষ থেকে দেবাংশু ভট্টাচার্য সরব হন।

তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে লেখা হয়, “শুভেন্দু অধিকারী… আপনি আসলে একজন দেশদ্রোহী, একজন দেশবিরোধী! নইলে মুখ ফসকেও কেউ এই কথা বলতে পারে না। মুখে হিন্দুপ্রেম আর দেশপ্রেমের বুলি, হৃদয়ে দেশবিরোধী বিষের ঝুলি। মুখোশ যে খুলে গেছে। ফেসবুক থেকে ভিডিও ডিলিট করেও লাভ হবে না। বাংলার মানুষ আপনাকে হাড়ে হাড়ে চেনে!”

TwitterFacebookWhatsAppEmailShare

#suvendu adhikari, #slogan, #legislative assembly, #West Bengal

আরো দেখুন