বোরো ধান কিনে সর্বকালীন রেকর্ড গড়ার পথে রাজ্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি ২০২৪-২৫ খরিফ মরশুমে ইতিমধ্যেই সাড়ে ৫১ লক্ষ টন ধান সরকারি উদ্যোগে কেনা হয়েছে। আরও ৩ লক্ষ টন ধান কিনতে পারলেই তা সর্বকালীন রেকর্ড হবে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, ধান কেনার ক্ষেত্রে এবার রেকর্ড হবে বলে তাঁর আশা করছেন। চলতি খরিফ মরশুমে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি উদ্যোগে ধান কেনার প্রক্রিয়া চলবে। নতুন বোরো ধান ওঠার পর মে মাস থেকে দ্বিতীয় পর্যায়ে সরকারি উদ্যোগে ধান কেনায় সক্রিয়তা শুরু হবে। তবে বিপুল পরিমাণ ধান সরকারি উদ্যোগে কেনার ফলে অন্য একটি সমস্যা তৈরি হয়েছে।
বেঙ্গল রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, রাইস মিলগুলিতে সরকারের কেনা ধান থেকে উৎপাদিত চাল প্রচুর পরিমাণে জমে রয়েছে। খাদ্যদপ্তরকে বারবার বলা সত্ত্বেও সরকারি গুদামে চাল নিয়ে যাওয়া হচ্ছে না। এতে মিলগুলিতে ধান-চাল রাখার স্থানাভাব হয়েছে। বিষয়টি নিয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের বিস্তারিত আলোচনা হয়েছে। সরকার চাল না নিলে মিল মালিকরা তা বাইরে বেচে দিতে বাধ্য হবেন। কারণ বোরো মরশুমে আরও ধান এলে তা রাখার জায়গা নেই মিলে। খাদ্যদপ্তর সূত্রে বলা হয়েছে, চাল নেওয়া হচ্ছে মিলগুলি থেকে। মিলগুলি থেকে অন্য জেলায় চাল পাঠানো হচ্ছে।