নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সমবায় সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় বালুরঘাটের চকভৃগু স্বাগতম মহিলা সংঘ বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে ১৪টি আসনে জয়ী হয়েছে তৃণমূল।
এদিন আদিবাসী কাটনা স্কুলে নির্বাচন প্রক্রিয়া ও ফলাফল ঘোষণা করা হয়। আর কোনও রাজনৈতিক দলের তরফে কোনও প্রার্থী না দেওয়ায় ফল বের হতে দেখা যায় তৃণমূল ভোটে প্রত্যেকটি আসনে জয়লাভ করেছে।