আপ ও ডাউন রেক চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পথে শীঘ্রই যাত্রী পরিষেবা শুরু হতে চলেছে। সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া রুটে এখন বিক্ষিপ্তভাবে পরিষেবা চালু রয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ গামী মেট্রো পরিষেবা পূর্বমুখী ও হাওড়া ময়দানগামী পরিষেবা পশ্চিমমুখী হিসেবে যাত্রীদের কাছে পরিচিত ছিল। এবার নামের পরিবর্তন হতে চলেছে। এবার থেকে লোকাল ট্রেনের কায়দায় ‘আপ’ ও ‘ডাউন’ হিসাবে তা পরিচিত হবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী মেট্রো রেক ‘আপ’ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী রেক ‘ডাউন’ হিসেবে উল্লেখ থাকবে। রেল ২১ এপ্রিল এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে।
আগামী রবিবার শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড রুটের অসম্পূর্ণ অংশের চূড়ান্ত পরিদর্শন করবেন কমিশনার অব রেলওয়ে সেফটি। আগামী শনি, রবি ও সোম টানা তিনদিন ইস্ট-ওয়েস্ট জোড়া রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। ইতিমধ্যেই এই অংশের জন্য অগ্নিসুরক্ষা ছাড়পত্র পেয়ে গিয়েছে রেল। পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগ টানেলের বিপজ্জনক অংশে যাত্রীবোঝাই মেট্রো চালানোর অনুমতি দেওয়া হয়েছে।
অভিশপ্ত স্মৃতি ভুলিয়ে টানেল মেরামত করেন কেএমআরসিএল এবং নির্মাণকারী সংস্থা আইটিডি সিমেনট্রেশনের দক্ষ ইঞ্জিনিয়াররা। তাঁদের দাবি, ১২০ বছরের জন্য টানেল প্রস্তুত। জানা গিয়েছে, সিআরএস পরিদর্শন করে যাওয়ার পর কিছুদিনের মধ্যে যাত্রী চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে এই লাইন। ফলে কলকাতার পূর্ব-পশ্চিম অংশজুড়ে যাতায়াতের জন্য মেট্রো পরিষেবা মিলবে।