দেশ বিভাগে ফিরে যান

বিজেপি শাসিত ওড়িশা ও উত্তরপ্রদেশে মুর্শিদাবাদ-মালদহের শ্রমিকরা লাঞ্ছনার শিকার

April 25, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ওড়িশা এবং উত্তর প্রদেশে মুর্শিদাবাদ এবং মালদহ থেকে যাওয়ার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রায় ৭০ জন পরিযায়ী শ্রমিককে লাঞ্ছিত করা হয়েছে। কাজ করতে গেলেও তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। হিন্দুত্ববাদী গোষ্ঠীর হামলার শিকার তারা। তাদের মারধর করে জোরপূর্বক ফিরিয়ে দেওয়া হয়েছে।

রবিবার মুর্শিদাবাদ থেকে প্রায় ৫০ জন শ্রমিক ঈদের ছুটি শেষে ওড়িশার কেওনঝাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ওড়িশার ময়ূরভঞ্জে বজরং দলের পতাকাধারী যুবকরা শ্রমিকদের বাস থামিয়ে মারধর করে, এমনকি বাসে আগুন দেওয়ার হুমকি দেয়। উত্তরপ্রদেশের জামালপুরে ২৪জন শ্রমিককে পোশাক কারখানা থেকে বের করে মারধর করা হয়। মালদার এক শ্রমিক মনিরুল খান জানান, পুলিশ তাদের সাহায্য না করে উল্টো ৩০,০০০ টাকা ঘুষ নিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Uttar Pradesh, #bjp, #Odisha, #malda, #murshidabad

আরো দেখুন