নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলার কিছু অংশের তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জেলাতে ঝড়বৃষ্টি হতে পারে । মালদা জেলাতে ঝড়বৃষ্টির পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।