ধর্মীয় মেরুকরণের আঙ্গিকে পহেলগাঁওয়ের ঘটনাকে রাজনীতির মোড়ক দেওয়ার চেষ্টার অভিযোগ, ভুয়ো অ্যাকাউন্ট থেকে সমাজমাধ্যমে চলছে রটনা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ধর্মীয় মেরুকরণের আঙ্গিকে কাশ্মীরের পহেলগাঁওয়ের ঘটনাকে রাজনীতির মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠছে। পহেলগাঁওয়ের ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বিভিন্ন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে মতামত একটি নির্দিষ্ট ফরম্যাট কেন্দ্রিক হওয়ায় প্রশ্ন উঠে গিয়েছে। ওই বয়ানে উল্লেখ করা হয়েছে, ‘আমার পাড়ায় থাকে একজন, হানিমুনে গিয়েছিলেন, আর ফিরলেন না…কারণ তিনি হিন্দু।…অনেক তো হল। নিজের অস্তিত্ব বাঁচান।’
কেন এক বয়ানে অনেকের ফেসবুক পোস্ট—তা নিয়ে কৌতুহল বেড়েছে। এমনকী এটাও লক্ষ্য করা গিয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। রাতারাতি বিভিন্ন নামে ফেসবুক, এক্স হ্যান্ডেলে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে উস্কানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। ওই সমস্ত ফেসবুক অ্যাকাউন্টের তথ্য তৃণমূলের হাতে এসেছে।
তাতে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে বলা হয়েছে, পহেলগাঁওয়ের হৃদয়বিদারক ঘটনা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করে ভুল ধারনা তৈরির চেষ্টা চলছে। তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশ ভট্টাচার্য বলেন, সবার পাড়া থেকে একই ব্যক্তি হানিমুনে গিয়েছিলেন? কেন মানুষকে ভুল বোঝানো হচ্ছে? ওই অ্যাকাউন্টগুলি থেকে যে পোস্ট করা হয়েছে, তাতে সবার বয়ান এক। ফলে সকলের ঠিকানাও কী এক! কেমন যেন ঠেকছে। সামাজিক মাধ্যমের ভুল বার্তা থেকে সকলে সতর্ক ও সজাগ থাকুন।