রাজ্যে থাকা পাক নাগরিকদের ফেরত পাঠানোর তোড়জোড়, তাঁদের ‘ব্যাকগ্রাউন্ড’ পরীক্ষা করে দেখছে গোয়েন্দারা

ছবি সৌজন্যে: bangla.aajtak.in
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিকিৎসা বা ভ্রমণের জন্য বহু পাকিস্তানি নাগরিক স্বল্প মেয়াদের ভিসা নিয়ে রাজ্যে এসেছেন। ভিসা নিয়ে ঢোকার পর বিভিন্ন জায়গায় ঘর বা হোটেল ভাড়া নিয়ে থাকছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তাঁদের অবস্থান পুলিশকে জানানো বাধ্যতামূলক। পহেলগাঁও-কাণ্ডের পর আরপিও’র তরফে একটি তালিকা কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অফিসের (এসসিও)কাছে পাঠানো হয়েছে। তাতে ভিসা নিয়ে ভারতে আসা পাকিস্তানি নাগরিকদের পাসপোর্ট নম্বর থেকে শুরু করে যাবতীয় তথ্য রয়েছে। ওই তালিকা ধরেই তাঁদের খোঁজার কাজ শুরু করেছে এসসিও। যে কারণ দেখিয়ে তাঁরা ভারতে আসার ভিসা পেয়েছিলেন, সেই কাজই তাঁরা করছেন নাকি অন্য কোনও ‘কাজ’ সারছেন এই সুযোগে, তাও খতিয়ে দেখা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এসসিও-কে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট পাকিস্তানিদের ‘ব্যাকগ্রাউন্ড’ পরীক্ষা করতে হবে। এই পাক নাগরিকদের কোনও বিশেষ ‘টাস্ক’ দিয়ে ভারতে পাঠানো হয়েছিল কি না, তা খুঁজে বার করতে উদ্যোগী হয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা আসার পর পাকিস্তানি নাগরিকদের থাকার জায়গাগুলি চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে। ‘লং টার্ম ভিসা’ নিয়ে যে ৬৭ জন পাকিস্তানি নাগরিক রাজ্যে রয়েছেন, তাঁদের গতিবিধি ও কাজকর্ম নিয়ে খোঁজখবর শুরু হয়েছে বলে খবর। তাঁরা কার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পাক সেনা বা আইএসআইয়ের সঙ্গে সংযোগ রয়েছে কি না, খতিয়ে দেখা চলছে।
চিকিৎসা বা ভ্রমণের জন্য বহু পাকিস্তানি নাগরিক স্বল্প মেয়াদের ভিসা নিয়ে রাজ্যে এসেছেন। ভিসা নিয়ে ঢোকার পর বিভিন্ন জায়গায় ঘর বা হোটেল ভাড়া নিয়ে থাকছেন তাঁরা। নিয়ম অনুযায়ী তাঁদের অবস্থান পুলিসকে জানানো বাধ্যতামূলক। উল্লেখ্য, পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ, পাকিস্তানিদের ভিসা বাতিল করে যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের দেশে ফেরত পাঠাতে হবে।