কলকাতা বিভাগে ফিরে যান

আজ ইডেন ফেরত দর্শকদের বাড়ি ফেরাতে মধ্যরাতে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত, গুনতে হবে বাড়তি ভাড়া

April 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শনিবার অর্থাৎ ২৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচ রয়েছে৷ ক্রিকেটের নন্দন কাননে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। ইডেন ফেরত দর্শকদের বাড়ি ফেরাতে মধ্যরাতে স্পেশাল মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে এই বিশেষ পরিষেবার সুযোগ পাবেন যাত্রীরা। রাত ১২টায় এসপ্ল্যানেড স্টেশন থেকে কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের উদ্দেশে যাত্রী নিয়ে রওনা দেবে স্পেশাল এই জোড়া মেট্রো রেক। যাত্রাপথে সমস্ত স্টেশনে থামবে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি এবং কেকেআর-এর পক্ষ থেকে মেসার্স গেমপ্ল্যান্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের আবেদনে সাড়া দিয়ে কর্তৃপক্ষ আজ ইডেনে খেলার জন্য মাঝরাতে বিশেষ মেট্রো চালাবার সিদ্ধান্ত নিয়েছে। তাই ওইদিন মাঝরাতে গ্রিন লাইন ২ এবং ব্লু লাইনে চলবে বিশেষ মেট্রো।

তবে স্পেশাল সার্ভিসের জন্য বাড়তি ভাড়া নেবে রেল। সারচার্জ হিসেবে সাধারণ ভাড়ার উপর অতিরিক্ত ১০ টাকা দিতে হবে যাত্রীদের। প্রসঙ্গত এসপ্ল্যানেড থেকে গীতাঞ্জলি পর্যন্ত যাওয়ার খরচ ২০ টাকা। তবে মধ্যরাতের স্পেশাল মেট্রোতে একই দূরত্ব সফর করতে যাত্রীদের ৩০ টাকা দিতে হবে। এসপ্ল্যানেড থেকে রাত ১২টায় দুই প্রান্তিক স্টেশনমুখী রেক দু’টি গন্তব্যে পৌঁছবে রাত ১২টা ৩৩ মিনিটে। ভারতীয় ক্রিকেট বোর্ড আয়োজিত এই টি-২০ প্রতিযোগিতা চলাকালীন বিশেষ পরিষেবা দেয় মেট্রো কর্তৃপক্ষ। নর্থ-সাউথ করিডরের পাশাপাশি এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটেও মধ্যরাতে এই স্পেশাল পরিষেবা দেওয়া হয়। কিন্তু আজ ইস্ট-ওয়েস্ট মেট্রোর ওই অংশের যাত্রীরা সেই পরিষেবা থেকে বঞ্চিত হতে চলেছেন। কারণ আজ থেকে টানা তিন দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো রুট পুরোপুরি বন্ধ থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #metro, #IPL

আরো দেখুন