শুরু হয়ে গেল প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান, মঙ্গলঘট নিয়ে দীঘার জগন্নাথ মন্দির প্রদক্ষিণ করলেন ২০ জন মহিলা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সৈকত শহর দীঘা এখন ‘জয় জগন্নাথ’ নামে মুখরিত। ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তার আগে শুক্রবার থেকে শুরু হয়ে গেল প্রাক মাঙ্গলিক অনুষ্ঠান। মঙ্গলঘট নিয়ে মন্দির প্রদক্ষিণ করলেন ২০ জন মহিলা। বেজে উঠল মঙ্গলশঙ্খ।
৩০ এপ্রিল মূর্তির প্রাণপ্রতিষ্ঠা। তার আগের দিন ২৯ তারিখ হবে হোমযজ্ঞ। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘গভীর ভক্তিভরা হৃদয়ে আমরা ভগবান জগন্নাথকে আমাদের মাঝে আবাহন জানাতে প্রস্তুত। অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে দীঘায় মন্দিরের উদ্বোধন হবে। প্রাণপ্রতিষ্ঠার আগে মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে। ভক্তরা আন্তরিকতার সঙ্গে কলসযাত্রায় অংশগ্রহণে করেছিলেন।’
ইতিমধ্যেই দিঘার জগন্নাথ মন্দিরে চলে এসেছেন পুরীর মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতি। উদ্বোধনের যাবতীয় প্রস্তুতি নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করছেন তিনি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেনপূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, রামনগর- ১ ব্লকের বিডিও পূজা দেবনাথ-সহ অন্যান্য প্রশাসনের কর্তা ব্যক্তিরাও। মন্দিরের সামনে চৈতন্যদ্বার তৈরির কাজও চলছে জোরকদমে। মন্দিরের অরুণ স্তম্ভের পূর্ব দিকে তিনটি খড়ের চালা নির্মাণ করা হয়েছে। এখানেই যজ্ঞ হবে। সে জন্য বিশেষ অগ্নি নির্বাপন ব্যবস্থাও রাখা হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরাও এসেছিলেন। গোটা মন্দির সাজানো হয়েছে রংবাহারি আলোয়।