রাজ্য বিভাগে ফিরে যান

মুর্শিদাবাদে হিংসার পিছনে একাধিক কট্টরপন্থী মৌলবাদী সংগঠন, তদন্তে জানতে পারছে সিট

April 26, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুর্শিদাবাদের অশান্তির পিছনে কি একাধিক উগ্রবাদী জঙ্গি সংগঠন? তদন্তে নেমেছে পুলিশ। গঠিত হয় সিট। সূতি, সামশেরগঞ্জ ও ধুলিয়ানের বিস্তীর্ণ অংশে হিংসা ছড়ানোর নেপথ্যে কে বা কারা ছিল, জানতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে একাধিক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। ওড়িশার ঝাড়সাগুদা থকে গ্রেপ্তার করা হয় ছয়জনকে। হামলায় পুরোভাগে নেতৃত্ব দেওয়া আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিট।

দের জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল ফুটপ্রিন্টের ভিত্তিতে তদন্তকারীর জানতে পারছেন, এর পিছনে কট্টরপন্থী মৌলবাদী সংগঠন ছিল। যাদের সদস্যরা অনেকদিন আগে থেকেই সুতি, শামশেরগঞ্জ ও ধুলিয়ানে ঘাঁটি গেড়েছিল। ধুলিয়ানে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের এককাট্টা করে তাদের উদ্বুব্ধ করে, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে হিংসা ছড়ানোর। তারজন্য লোকজন জড়ো করে জঙ্গি কায়দায় বিক্ষোভ চলবে। পুলিস বাধা দিলে বা আন্দোলন আটকানোর চেষ্টা করলে, তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। পুলিসকে খুন করার পরিকল্পনাও ছিল। এর সঙ্গে কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের প্রতি সহানুভুতিশীল লোকজনকেও তারা নিজেদের দলে টেনেছিল। এই সংগঠনগুলির নির্দেশ মতোই বিভিন্ন জায়গায় লোকজন জড়ো হয়। বিক্ষোভের নামে অশান্তি শুরু করে তারা।

ধৃতদের মোবাইলের কল ডিটেইলস ঘেঁটে বেশ কিছু সন্দেহভাজন নম্বরকে চিহ্নিত করেন তদন্তকারীরা। সেগুলি বিশ্লেষণ করে তাঁরা দেখেন, নম্বরগুলি মাস খানেক আগে চালু হয়েছে। বিভিন্ন ব্যক্তির নথি জমা করে সিমগুলি তুলেছে মৌলবাদী সংগঠনের সদস্যরা। তাদের নাম পরিচয়সহ বিস্তারিত তথ্য সামনে আসে সিটের। জানা যায়, মুর্শিদাবাদ, মালদহে ও পাকুড়ের সংগঠন রয়েছে তাদের। বিক্ষোভের নামে হিংসা ছড়ানোর জন্য এক একজনকে ১০ থেকে ১২ হাজার টাকা করে দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দিষ্ট প্রমাণ মিলেছে। এই মৌলবাদী সংগঠনগুলির নেতাদের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত সংগঠনের যোগাযোগ ছিল, তাদের নেতাদের নাম পরিচয় জানার চেষ্টা হচ্ছে। এদিকে মুর্শিদাবাদ কাণ্ডের পর জঙ্গিপুর পুলিস জেলার এসপি আনন্দ রায় ও মুর্শিদাবাদের এসপি সুর্যপ্রতাপ যাদবকে বদলি করে যথাক্রমে ইএফআর ও নারায়নী ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#murshidabad, #SIT, #Murshidabad Violence, #fundamentalist organizations

আরো দেখুন