কলকাতা বিভাগে ফিরে যান

মহানগরের ধনী নাগরিকদের সম্পত্তি কর ফাঁকির পরিমাণ সাড়ে তিন হাজার কোটির অধিক! বকেয়া আদায়ে কী পদক্ষেপ পুরসভার?

April 26, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চোখ কপালে ওঠার সামিল! বছরের পর বছর ধরে কলকাতা শহরের ধনী নাগরিকরা সাড়ে তিন হাজার কোটি টাকারও বেশি টাকার কর ফাঁকি দিয়ে যাচ্ছেন! পুরসভা সূত্রে জানা গিয়েছে, পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি টাকার মধ্যে কর বকেয়া পড়ে রয়েছে, এমন করদাতার সংখ্যা ৭৯৬। মূল করের টাকার পরিমাণ ২৪৪ কোটি টাকা। সুদ এবং পেনাল্টি মিলিয়ে তা পৌঁছে গিয়েছে ৫৫৮ কোটিতে। এক কোটি টাকারও বেশি বকেয়া করদাতার সংখ্যা ৭২৮। মূল কর এক হাজার ১৭৮ কোটি টাকা। আসল, সুদ এবং পেনাল্টি মিলিয়ে যার পরিমাণ দু’হাজার ৯৪৬ কোটি। ১,৫২৪ করদাতার কাছে পুরসভার বকেয়া তিন হাজার ৫০৪ কোটি টাকা!

পুরসভার অধিকারিকদের মতে, এই বিপুল বকেয়া টাকার অধিকাংশ উদ্ধার সহজ নয়। বছরের পর বছর ধরে সেগুলি নানা জটিলতায় পড়ে রয়েছে। গত বছর এরকম কর খেলাপিদের চাপ দিয়ে ভাল পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল। পুরকর্তাদের নিম্নবিত্তরা নিয়মিত কর দেন। ধনীরা বছরের পর বছর ধরে কর ফাঁকি দেন। আইনি জটিলতা তৈরি হয়। তবুও প্রত্যেকটি এরিয়া ইউনিটকে টিম তৈরি করে কর আদায়ের অভিযানে উদ্যোগী হতে বলা হয়েছে। প্রথমে নোটিশ দিয়ে বোঝানো হবে। তারপর কড়া প্রশাসনিক বা আইনি পদক্ষেপ করা হবে। ক্রমাগত চাপ বাড়ালে বকেয়া টাকা উঠে আসবে।

কলকাতা পুরসভার তথ্যানুসারে, নথিভুক্ত সম্পত্তি করদাতার সংখ্যা সাড়ে নয় লক্ষেরও বেশি। ২০২৪-২৫ অর্থবর্ষে সম্পত্তি কর বাবদ ১,২৫৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। কিন্তু আরও রাজস্ব আদায়ের প্রয়োজন। সম্প্রতি বার্ষিক সম্পত্তি কর আদায়ের পরিমাণ দু’হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার টার্গেট নিতে বলেছেন মহানাগরিক। বকেয়া টাকা আদায়ের তোড়জোড় চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #kolkata municipality, #property tax, #rich citizens

আরো দেখুন