চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য মাসিক ভাতা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারকেও সাহায্য

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শনিবার নবান্নে চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের বরাভয় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মনোজ পন্থের ফোনে চাকরিহারা শিক্ষাকর্মীদের উদ্দেশে তিনি জানান, সরকার গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশন করবে। এছাড়াও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ সাহায্যও ঘোষণা করেছেন তিনি।
গ্রুপ ‘সি’ কর্মীদের মাসিক ২৫ হাজার এবং গ্রু ‘ডি’ ২০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। মুখ্যসচিবের মারফত মুখ্যমন্ত্রী নবান্ন থেকে শনিবার জানিয়েছেন, মামলার নিষ্পত্তি যত দিন না হচ্ছে, তত দিন চাকরিহারা শিক্ষাকর্মীদের এই ভাতা দেবে রাজ্য সরকার।
শনিবার চাকরিহারা গ্রুপ ‘সি’ এবং ‘ডি’ শিক্ষাকর্মীরা নবান্নে গিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করতে। সেই সময়েই পন্থের ফোনে ফোন করে ভাতা দেওয়ার কথা জানান মমতা। শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
অন্যদিকে পহেলগাঁওয়ের জঙ্গি হামলা গোটা দেশের বুকে বড়সড় ক্ষত। গত মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলি ঝাঁজরা করে দিয়েছে ২৬ জনের প্রাণ। তাঁদের বেশিরভাগই সাধারণ পর্যটক। এই তালিকায় রয়েছেন বাংলার তিনজন। মানবিকতার স্বার্থে ভয়াবহ ঘটনায় স্বজনহারা পরিবারগুলোর পাশে দাঁড়াল রাজ্য সরকার।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, নিহত তিনজনের প্রতিটি পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে সাহায্য দেওয়া হবে রাজ্যের তরফে। শুধু আর্থিক সাহায্য করেই পাশে থাকা নয়, পহেলগাঁওয়ে নিহত কলকাতার বিতান অধিকারীর মা-বাবার আর্থিক অবস্থা সঙ্গীন হওয়ায় এই পরিবারকে বাড়তি সাহায্যের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বিতানের বাবার নামে একটি পেনশন ফান্ড করে দেবে সরকার। তাতে মাসে ১০ হাজার টাকা পাওয়া যাবে। এছাড়া বিতানের মায়ের নামে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড করে দেওয়া হবে। এছাড়া বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের কেউ চাকরি চাইলে, তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার।