রাতের শহরে বন্ধ মা উড়ালপুল! জানেন বিস্তারিত Update?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে রাতের শহরে বন্ধ থাকবে কলকাতার অন্যতম ব্যস্ততম ফ্লাইওভার ‘মা উড়ালপুল’। রাত ১১টা থেকে সকাল ছ’টা পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকবে যান চলাচল। বিকল্প পথে ইএম বাইপাস থেকে শহরের পশ্চিমমুখী গাড়িগুলি চলাচল করতে পারবে।
জানা গিয়েছে, রক্ষণাবেক্ষণের জন্য মা উড়ালপুল বন্ধ রাখা হবে। মা উড়ালপুলের পার্ক সার্কাসমুখী রাস্তা ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত বন্ধ রাখা হবে। ইএম বাইপাস থেকে যে সমস্ত গাড়ি শহরে পশ্চিম দিকে যায় তারা মা উড়ালপুলের পরিবর্তে পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি বোস ফ্লাইওভার ধরবে আগামী এক মাস।
উল্লেখ্য, বাইপাস হয়ে সল্টলেক-নিউটাউন পৌঁছনোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় মা উড়ালপুল। উড়ালপুলের রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয় হয়ে পড়েছে। সাময়িকভাবে ফ্লাইওভারের একাংশ বন্ধ রেখে সেই কাজ করা হচ্ছে।