আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে রেজাল্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ প্রকাশিত হতে চলছে উচ্চ মাধ্যমিক ২০২৫-র ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হয় ১৮ মার্চ। উল্লেখ্য, বার্ষিক ব্যবস্থায় শেষ উচ্চ মাধ্যমিক নেওয়া হয়েছে চলতি বছর। আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হবে সেমেস্টার ব্যবস্থা। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ১০ হাজার। এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, দুপুর সাড়ে ১২টায় সংসদের অফিস থেকে সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে। বিজ্ঞপ্তিতে সংসদ জানিয়েছে, বুধবার দুপুর ২টো থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ও মোবাইল অ্যাপে ফলাফল দেখা যাবে। রেজাল্টও ডাউনলোড করা যাবে। মার্কশিট পাওয়া যাবে ৮ মে অর্থাৎ বৃহস্পতিবার। ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের নানান প্রান্তের ৫৫টি বিতরণকেন্দ্র থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি শুরু হবে।
পরীক্ষার্থীরা বুধবারই দুপুর ২টো থেকে শিক্ষা সংসদের ওয়েবসাইট www.result.wb.gov.in, www.result.digilocker.gov.in-সহ আরও বেশ কিছু ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবেন। পাশাপাশি, ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
শিক্ষা সংসদের ওয়েবসাইটে কী ভাবে ফলাফল দেখবেন?
প্রথমে https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে।
‘রেজাল্ট’-এর লিঙ্কে ক্লিক করতে হবে।
রোল নম্বর সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিলেই রেজাল্ট দেখা যাবে।