শত্রুর হামলা রুখতে অপ্রতিরোধ্য ‘সুদর্শন চক্র’-র সংখ্যা আরও বাড়ানোর তোড়জোড় শুরু, প্রস্তাব গেল মস্কোয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পাক আক্রমণের সামনে কার্যত ঢাল হয়ে দাঁড়িয়েছিল ভারতের ‘সুদর্শন চক্র’। যার পোশাকি নাম এস-৪০০ ট্রায়াম্ফ। রাশিয়ার তৈরি এই এয়ার ডিফেন্স সিস্টেমের জন্যই আকাশপথে পাকিস্তানের হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের ড্রোন, মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে এস-৪০০।
আরও এস-৪০০ সিস্টেম কেনার জন্য রাশিয়ার কাছে প্রস্তাব দিয়েছে ভারত। শোনা যাচ্ছে, রাশিয়া খুব তাড়াতাড়ি আরও আধুনিক এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে। ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকল্প তৈরির প্রস্তাব দিয়েছে মস্কো।
আকাশপথকে আরও নিশ্ছিদ্র করতে চাইছে ভারত। তাই এস-৪০০ এয়ার ডিফেন্সের সংখ্যা আরও বৃদ্ধি করতে চাইছে নয়াদিল্লি। উল্লেখ্য, ২০১৮ সালে পাঁচটি এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। খরচ হয়েছিল প্রায় সাড়ে পাঁচশো কোটি ডলার। এখনও পর্যন্ত তিনটি সিস্টেম ভারতে এসেছে। ২০২১ সালে পঞ্জাবে প্রথম ‘সুদর্শন চক্র’ মোতায়েন করা হয়। নিরাপত্তার কারণে বাকি দুটির অবস্থান প্রকাশ করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, এস-৪০০ সিস্টেমের সঙ্গে একমাত্র আমেরিকার তৈরি ‘থাড’ এয়ার ডিফেন্স সিস্টেমের তুলনা চলতে পারে। ইজরায়েলের ‘আয়রন ডোম’-র থেকেও এই সিস্টেম বেশি কার্যকর। যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সব কিছুই রুখে দিতে পারে এস-৪০০। আগামীতেও শত্রুর হামলা রুখতে ‘সুদর্শন চক্রে’র উপরই ভরসা করছে ভারতের সেনাবাহিনী।