পাকিস্তান বিরোধী প্রচারে কেন্দ্রের প্রতিনিধি দলে একাধিক দেশে যাচ্ছেন তৃণমূল সাংসদ Yusuf Pathan
May 18, 2025 | < 1min read
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে ভারতের বার্তা নিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে কেন্দ্রীয় সরকারের তৈরি সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল।
এই সাত দলে মোট ৫৯ জন সদস্য আছেন। তাঁদের মধ্যে অধিকাংশই রাজনীতিবিদ। এ ছাড়া কয়েকজন কূটনীতিককেও দলে রেখেছে কেন্দ্র। মোট ৩২টি দেশে ঘুরবেন। এই প্রতিনিধিদলের মধ্যে বাংলাথেকে রয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান আর বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। কে কোন দলের সঙ্গে কোন দেশে যাবেন, সরকার তার তালিকা বেরিয়েছে।
ইউসুফ পাঠান আছেন সঞ্জয়কুমারের দলে। আর শমীক ভট্টাচার্য আছেন রবিশঙ্করের দলে। আগামী ২৩ মে থেকে যাত্রা শুরু করবে প্রতিনিধি দলগুলি।