রাজ্য বিভাগে ফিরে যান

‘মাটির সৃষ্টি’ প্রকল্পে নতুন দিশা

May 29, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি,১৬:০০: বেশ কয়েক বছর আগে অনুর্বর জমিকে চাষযোগ্য করার লক্ষ্যে রাজ্য সরকার চালু করেছিল ‘মাটির সৃষ্টি’ প্রকল্প। করোনা অতিমারির পর এই প্রকল্পে নতুন কোনও উদ্যোগ নেওয়া হয়নি, তবে ফের তা নতুন গতিতে এগোবে। বর্তমানে পশ্চিম বর্ধমান জেলার আটটি গ্রামীণ ব্লকে ‘মাটির সৃষ্টি’ প্রকল্প চালু রয়েছে এবং প্রতিটি প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে।

কৃষি দপ্তর সূত্রে খবর, নতুন করে অতিরিক্ত ৪০০ একর জমিকে চাষযোগ্য করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জেলার রুক্ষ মাটিকে কৃষিকাজের উপযোগী করে তোলা হবে। এর পাশাপাশি বিকল্প ফসল চাষের উদ্যোগও নিচ্ছে কৃষিদপ্তর।

পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে রাগী বা ফিঙ্গার মিলেট চাষ। প্রাথমিকভাবে ১০০ হেক্টর জমিতে এই চাষ শুরু হবে এবং সফল হলে ধীরে ধীরে তা আরও বিস্তৃত করা হবে।

মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে মোট জমির পরিমাণ ছিল এক হাজার একর। সেখানেই জমি উর্বর করে, পুকুর কেটে মাছ চাষ করা হয়। এর পাশাপাশি, ফলের বাগানও করা হয়েছে। এবার এগুলির এরিয়া আরও বাড়ানো হচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষিক্ষেত্রেও রাজ্য সরকার বিশেষ মনোযোগ দিচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #matir srishti project, #matir srishti

আরো দেখুন