রাজ্য বিভাগে ফিরে যান

“অমিত শাহ ও তার গ্যাং দেশদ্রোহী”; অবিলম্বে শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

June 1, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩৯: জামাই ষষ্ঠীর দুপুরে নেতাজি ইনডোরে সভা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গোটা সভাজুড়ে তাঁর নিশানায় ছিলেন তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল হতেই পাল্টা জবাব দিতে নামে তৃণমূল। দলের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যমন্ত্রী তথা মহিলা তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূলের রাজ্যসভার উপ দলনেত্রী সাগরিকা ঘোষ এবং দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রাজ্যমন্ত্রী তথা মহিলা তৃণমূলের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাফ আক্রমণ শানিয়ে বলেন, অমিত শাহ আপনি ব্যর্থ, আপনার পদত্যাগ করা উচিত।

সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের প্রশ্ন:

  • অপারেশন সিঁদুর নিয়ে আমরা কিছু বলছি না, আগেও বলেছি। অভিষেক প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের হয়ে এক সুরে এক কণ্ঠে কথা বললেন, এই সময়ে।
  • অপারেশন সিঁদুর নিয়ে মেয়েদের সঙ্গে অপমানসূচক খেলা তৈরি করার কারণ কী?
  • প্রধানমন্ত্রী যেদিন এসেছিলেন, সেদিন কথা উঠেছিল অপারেশন বাংলার, এর মানে কী? আমরা জানতে চাই। অর্থাৎ আপনারা জোর জবরদস্তি করার চেষ্টা করছেন জাতীয় নির্বাচন কমিশনকে দিয়ে।
  • মেয়েদের পবিত্র সিদুঁরকে ওনারা বাজারে বিক্রি করছেন?
  • কী করেছেন মেয়েদের জন্য? উন্নাও, হাথরাস , গোধরা, বিলকিস বানো কী হল?
  • মেয়েদের নিয়ে খেলা বন্ধ করুন।
  • অনুপ্রবেশ রোখার দায়িত্ব কার? বিএসএফ-র, তারা কার আওতায়? আপনি নিজের ব্যর্থতার কথা প্রমাণ করে দিচ্ছেন।
  • আমরা দেশের স্বার্থে রাজনীতি করেছি, কোন বিরোধিতা করিনি।
  • কার টাকা কাকে দিচ্ছেন? মানুষের প্রাপ্য টাকা দিচ্ছেন। তাও ১.৭৫ লক্ষ কোটি টাকা পাওনা, হিসেবে করলে অনেক তা আরও বাড়বে।
  • আমরা কী করেছি আর আপনারা কী করেছেন খতিয়ান দিন।
  • মাছের তেলে মাছ ভেজে সবাইকে কাজ দেখাচ্ছেন? ধিক্কার জানাই আপনাদের।
  • এতো কুমিরের কান্না কাঁদছেন, আপনাদের সব কিছু ফেইলিয়র, পদ এবার ছাড়তে হবে, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর ও এই শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
  • দেশের স্বার্থে আমরা অপারেশন সিঁদুর নিয়ে কোন বিরোধিতা করিনি আমরা, আর আপনারা এই খেলাটা এখন খেলতে এসেছেন বাংলায়।
  • নামটাও জানেন না নিজের দলের সভাপতির, কী যেন একটা উচ্চারণ করলেন, আগে নামটা ভাল করে জানতে হবে তো।
  • মেয়েদের ঘুঁটি বানিয়ে এখন নতুন খেলায় মেতেছেন?
  • স্বামীজিকে যারা সম্মান করে না, আজ তাঁর জন্মভিটায় গেছেন কেন?
  • আপনাদের সভাপতি শিক্ষা দপ্তরের, যিনি প্রতিমন্ত্রী সেই দপ্তর না সামলে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন, যিনি মেয়েদের উন্নতিতে একাধিক প্রকল্প চালু করেছেন বাংলায়।
  • মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করতে যাবেন না।
  • ২০২৬শে ক্ষমতায় আসার অলীক স্বপ্ন দেখছেন? এবার ২৫০-র ওপর আসন নিয়ে তৃণমূল আবার ক্ষমতায় আসবে, দেখতে থাকুন।
  • এসে ওরাং ওটাং এর মতন হুঙ্কার ছেড়ে ভোট হয় না, মানুষের জন্য কাজ করতে হয়।
  • রেলমন্ত্রী থাকাকালীন সব টাকা বরাদ্দ করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এখন আপনারা সেইসব কাজের ক্রেডিট নিচ্ছেন।
  • ৫৪-র বেশি কেন্দ্রীয় দল এসে কত টাকা দিয়েছেন সেই কাজের অডিট করতে।
  • গায়ের জোরে বাংলাকে বঞ্চনা করছেন, বাংলার মানুষের টাকা আটকে রাখছেন তার ওপর জোর গলায় বলছেন টাকা দিয়েছেন।
  • ২ বছর হয়ে গেল মণিপুর জ্বলছে, কিছু করতে পারলেন না আর বাংলায় এসে কুৎসা করছেন? এটা বাংলার মানুষ মেনে নেবে না।
  • অমিত শাহ ও তার গ্যাং দেশদ্রোহী, বারবার ভাগাভাগির রাজনীতি করে ওরা দেশকে দুর্বল করে দিতে চাইছে, এটাই ওদের সস্তার রাজনীতি।
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Amit shah, #tmc

আরো দেখুন