দেশ বিভাগে ফিরে যান

সর্বদলীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

June 3, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি, ১৯:৪৩: অপারেশন সিঁদুরের প্রয়োজনীয়তা ও পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, তা বিশ্বের সামনে তুলে ধরতে বিশ্বের ৩১ দেশে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। এবার ওই সকল প্রতিনিধিদলের সদস্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিনিধি দলগুলির সফর প্রায় শেষ। আগামী ৬ জুন সফর শেষ করে ফেরার কথা তাদের। সূত্রের খবর, ৯ অথবা ১০ জুন এই বৈঠক হতে পারে।

বিভিন্ন দেশ ভারতবর্ষের এই উদ্যোগে কতটা সাড়া দিল, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে কতটা সাহায্য পেতে পারে ভারত, সেই বিষয়ে প্রতিনিধি দলের কাছে জানতে চাইবেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যে পাক মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতবর্ষকে সবরকম সাহায্যের বার্তা দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিদেশমন্ত্রী আদেল আল-জুবেইরের সঙ্গে বৈঠকে বসেন প্রতিনিধিদলের সদস্যরা। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, ভারতের প্রতিনিধিরা পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদি আরবের অবস্থানের প্রশংসা করেছেন ও দিল্লির দৃঢ় অবস্থানের উপর জোর দিয়েছেন। অন্যদিকে, ইতালিও সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার উপর জোর দিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Meeting, #PM Narendra Modi, #Operation Sindoor, #all-party delegation

আরো দেখুন