বিক্ষোভ দেখাতে গিয়ে নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ল BJP

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৩:০০: অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে সল্টলেকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি। সেখানেই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে গেল বিজেপি। মঙ্গলবার প্রকাশ্য রাস্তায় বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক হাতাহাতি হয়। অন্য গোষ্ঠীর হাতে মার খেয়ে দলের মণ্ডল সভাপতি, যুব মোর্চার সভাপতি সহ বিজেপির চারজন কর্মকর্তা আহত হয়েছেন। হাসপাতালে অবধি ভর্তি করতে হয় তাদের। থানায় না-গিয়ে আক্রান্ত নেতারা দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ বিজেপির বঙ্গ শাখা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ সল্টলেক করুণাময়ী মোড়ে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল বিধাননগর মণ্ডলের পক্ষ থেকে। বিধাননগরে বিজেপির চারটি মণ্ডল রয়েছে। প্রতিটি মণ্ডল থেকে নেতা-কর্মীরা আসছিলেন। বিধাননগর-২ মণ্ডলের সভাপতি কৌশিক বিশ্বাস, বিধাননগর-৪ মণ্ডলের সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত, বিধাননগর-২ মণ্ডলের যুব মোর্চার সভাপতি প্রশান্ত দেবনাথ সহ অনেকেই হাজির হয়েছিল। বিজেপির কর্মকর্তা পীযূষ কানোরিয়ার অনেকদিন ধরেই অন্তর্দ্বন্দ্ব চলছে।
এদিনের কর্মসূচিতে দলবল নিয়ে হাজির হন পীষূষও। অভিযোগ, তারপরই পীষূষের অনুগামীদের সঙ্গে অতীশ দীপঙ্কর, প্রশান্ত, কৌশিকদের প্রথমে বচসা শুরু হয়। দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
নেতাদের এমনভাবে প্রকাশ্য রাস্তায় মারামারি করতে দেখে দলের কর্মীরা হকচকিয়ে যান। ২ নম্বর মণ্ডল সভাপতি কৌশিক বিশ্বাসকে সজোরে ধাক্কা দেওয়া হয়। অভিযোগ, ৪ নম্বর মণ্ডল সভাপতি অতীশ দীপঙ্কর দত্ত ও ২ মণ্ডলের যুব মোর্চার সভাপতি প্রশান্ত দেবনাথ সহ চারজনকে ব্যাপক মারধর করা হয়। ওই চারজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর। উল্লেখ্য, কিছুদিন আগে দলের কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ৪ নম্বর মণ্ডল সভাপতি। তা নিয়েও দলের কাছে অভিযোগ জমা পড়েছে। তিনি দ্বিতীয়বার আক্রান্ত হলেন।