দেশ বিভাগে ফিরে যান

BREAKING রাহুল-অভিষেকের ফোনালাপ? তৃণমূল খারিজ করল জল্পনা

June 4, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১১:০০: পহেলগাঁও জঙ্গি হামলার পরবর্তী অপারেশন সিঁদুর নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবিতে এবার একজোট ‘ইন্ডিয়া।’ ১৬ রাজনৈতিক দলের প্রায় ৩০০ সাংসদ প্রধানমন্ত্রী মোদীকে একযোগে চিঠি দিচ্ছেন। দেশের তাবড় বিরোধী নেতারা চিঠিতে সই করেছেন। সই করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহুদলীয় সাংসদদের প্রতিনিধি দলের সদস্য হিসাবে পাঁচটি দেশে সফর করে সদ্য ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগে দক্ষিণ কোরিয়ায় সফর করছিলেন অভিষেক। বাংলার এক বহুল প্রচলিত দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রকে চিঠি দেওয়া নিয়ে অভিষেককে নাকি ফোন করেন রাহুল গান্ধী। এই বিষয়ে দলগতভাবে অবস্থান স্পষ্ট করে তৃণমূল। তৃণমূলের বক্তব্য, এমন সম্ভাবনা-নির্ভর খবর অসত্য। নিশ্চিত না হয়ে যেন এমন খবর প্রকাশ না করা হয়।

তৃণমূলের শীর্ষস্থানীয় সূত্র মারফত আরও জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল গান্ধীর ফোনে কথাই হয়নি। অতীতেও বাংলার সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বেঠিক খবরের প্রকাশের অভিযোগ উঠেছে। সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়েও একাধিক বেঠিক খবর ও অন্য জায়গার ভিডিও পাকিস্তানের বলে দাবি করে প্রকাশের অভিযোগ উঠেছে একাধিক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। ফিলাডেলফিয়ার বিমান দুর্ঘটনার ভিডিও করাচি নৌবন্দর ধ্বংসের ভিডিও ফুটেজ বলে দাবি করেছিল বাংলার প্রথম সারির মিডিয়া।

রাহুল-অভিষেক কাছাকাছি এসেছেন এমন দাবি করা হলেও বাংলায় আসন্ন উপনির্বাচনে মুখোমুখি লড়াইয়ে নেমেছে তৃণমূল ও কংগ্রেস। কালীগঞ্জ আসনে বামেদের সমর্থন নিয়ে প্রার্থী দিয়েছে কংগ্রেস। কেরলেও উপনির্বাচনে তৃণমূলের সমর্থন নিয়ে প্রতীকবিহীন নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন পিভি আনবার।

উল্লেখ্য, বিরোধী সাংসদদের সই করা চিঠিটি আজ বুধবার প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। বিরোধীদের প্রশ্ন, পহেলগাঁও ইস্যুতে এবং পাকিস্তানকে একঘরে করতে সবাই সরকারের উদ্যোগের পাশে রয়েছে, তখন কেন সরকার বিরোধীদের দাবি মানছে না? কেন ডাকা হচ্ছে না সংসদের বিশেষ অধিবেশন? তবে কি তার জন্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে আবেদন করতে হবে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Rahul Gandhi, #abhishek banerjee, #tmc, #Congress

আরো দেখুন