Abhishek Banerjee: কেন জয়শঙ্করের বৈঠকে থাকবেন না অভিষেক?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১২:১৫: এক কথায় যাকে বলে – বিদেশে বাজিমাৎ। অসাধারণ বাগ্মিতা এবং প্রত্যেক পয়েন্টে পাকিস্তানের উদ্দেশ্যে একের পর এক আক্রমণ ছুঁড়ে দিয়ে তাদের সন্ত্রাসী নেটওয়ার্কের পর্দাফাঁস করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতার মাটিতে ফিরে অভিষেক অবশ্য জানিয়েছেন যে, তিনি বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের (S. Jaishakar) ডাকা বৈঠকে যাবেন না। কিন্তু কেন?
বিদেশমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে না যাওয়ার কারণ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে নদীয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন (Kaligunj Bypolls) এবং আরও বেশ কিছু পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে তাঁর, এবং সেই জন্যেই দিল্লির বৈঠকে যেতে পারবেন না তিনি।
পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পাঁচটি দেশ – জাপান (Japan), দক্ষিণ কোরিয়া (South Korea), সিঙ্গাপুর (Singapore), ইন্দোনেশিয়া (Indonesia) এবং মালয়শিয়া (Malaysia) – ঘুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সংশ্লিষ্ট সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানের সন্ত্রাসী হামলা এবং ভারতীয় সেনার প্রত্যুত্তর নিয়ে প্রচার করেছেন।
ইতিমধ্যেই বিদেশমন্ত্রকে চিঠি দিয়ে নিজের অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় বৈঠক, উপনির্বাচন নিয়ে তিনি আগামী কয়েক সপ্তাহ ব্যস্ত থাকবেন। সেই কারণেই বিদেশমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না ডায়মন্ড হারবারের সাংসদ – তা জানিয়ে দিয়েছেন চিঠিতে।