দেশ বিভাগে ফিরে যান

AC ব্যবহারে নতুন কোন কোন নিয়ম আনছে মোদী সরকার? জেনে নিন, না হলে সমস্যায় পড়তে পারেন

June 11, 2025 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: সরকারের কাজ মানুষকে খাদ্য বস্ত্র আশ্রয় দেওয়া, কিন্তু বিজেপি সরকার ক্রমাগত সেই অধিকারগুলো কেড়ে নিতে চাইছে। ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করে যেন এই সরকারের প্রধান কাজ হয়ে গেছে। প্রথমে কে কি খাবে, আমিষ না নিরামিষ, তারপর কে কেমন পোশাক পরবে আর এখন সর্বোপরি মানুষ কত তাপমাত্রায় এসি চালাবে তাই নিয়েও রুল আনছে কেন্দ্রের বিজেপি সরকার। এসি এবার থেকে কত টেম্পারেচারের মধ্যে রাখা যাবে তাও নিয়ন্ত্রণ করতে চলেছে সরকার।

মঙ্গলবার (১০ জুন) কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর সাংবাদিকদের জানিয়েছেন, এবার থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে হবে। এর বাইরে আর ঠান্ডা বা গরম করা যাবে না।এই নিয়ম কেবল বাড়িঘর বা অফিসেই নয়, গাড়ির এসি-র ক্ষেত্রেও বাধ্যতামূলক হবে বলে জানিয়েছেন মন্ত্রী। খট্টরের কথায়, ‘‘এই সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ অপচয় কমবে, একই সঙ্গে বিদ্যুৎ বিলও হ্রাস পাবে।’’

এই পদক্ষেপের লক্ষ্য বিদ্যুৎ খরচ কমানো এবং গ্রীষ্মকালে পাওয়ার গ্রিডের উপর চাপ নিয়ন্ত্রণে রাখা। এখন বহু এসি ১৬ বা ১৮ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা করে, যা শরীরের পক্ষে যেমন অস্বাস্থ্যকর, তেমনি বিদ্যুৎ অপচয়ের কারণ।

খুব শিগগির গোটা দেশে চালু হতে পারে এই নতুন নিয়ম। এই নিয়ম দেশের সব রাজ্যে এবং সব ধরণের আবাসিক, বাণিজ্যিক এবং পরিবহণ ব্যবস্থায় অর্থাৎ বাস, ট্রেন, প্রাইভেট গাড়ি— সব ক্ষেত্রেই এসি ব্যবহারের ক্ষেত্রে এই সীমা মেনে চলতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালে ভারতীয় জ্বালানি দক্ষতা ব্যুরো (Bureau of Energy Efficiency – BEE) নির্দেশিকা জারি করেছিল যে এসি-র ডিফল্ট তাপমাত্রা ২৪ ডিগ্রি রাখতে হবে। তবে তখন সেটি ছিল ভলান্টারি ব্যবস্থা। এবার সরকারের এই পদক্ষেপ সামগ্রিকভাবে দেশের জন্য কতটা কার্যকরী হতে পারে সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Air Conditioner, #AC, #new rules, #modi govt

আরো দেখুন